• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হয়েও হল না মিলন, সূর্যর থেকে মুখ ফেরালো দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa rejects Surjya now

Anurager Chhowa : এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলি দুনিয়ায় যে সিরিয়াল (Bengali Serial) রাজত্ব করছে তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার জীবনের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। আর এখন তো সিরিয়ালের ট্র্যাক একেবারে জমে উঠেছে। দীর্ঘ ভুল বোঝাবুঝি শেষে সূর্য জানতে পেরেছে সোনা-রূপা আসলে তারই মেয়ে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার (Mishka) চক্রান্তের সৌজন্যে সূর্য (Surjya) এতদিন ভাবতো সে বাবা হতে পারবে না। সেই কারণে এত বছর ধরে দীপাকে (Deepa) দুশ্চরিত্রা ভেবে এসেছে সে। এমনকি সোনা-রূপাকে নিজের মেয়ের পরিচয়ও দেয়নি। সে ভাবতো, তারা আসলে দীপা এবং কবীরের সন্তান। কিন্তু সম্প্রতি সূর্য জানতে পারে, কবীর বাবা হতে অক্ষম। এরপর সে ডিএনএন টেস্ট করাতেই জেনে যায় সোনা (Sona)-রূপার (Rupa) বাবা আসলে সে নিজে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa in hospital

এত বড় সত্যির সম্মুখীন হতেই কান্নায় ভেঙে পড়ে সূর্য। দীপাকে এত বছর ধরে যে অপমান সে করে এসেছে সেকথা মনে পড়তেই লজ্জায় মাথা নীচু হয়ে যায় তার। ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, দীপার কেবিনে গিয়ে তার পাশে বসে অনেক কথা বলতে থাকে সূর্য। স্ত্রীয়ের হাত শক্ত করে ধরে সূর্য জানায়, সে নিজের ভুল বুঝতে পেরেছে।

আরও পড়ুনঃ পুজোর আগেই মা-বাবা হলেন গৌরব-ঋদ্ধিমা, ছেলে না মেয়ে? শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

আরও পড়ুনঃ পয়লা তো দূর প্রথম তিনেও নেই! সিংহাসন হারিয়ে কি বলছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা?

দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো মিল হয়ে যাবে সূর্য-দীপার। কিন্তু মোটেই তেমনটা হবে না। কারণ সূর্য ভুল বুঝলেও এবার বেঁকে বসবে দীপা। সে সূর্যকে মুখের ওপর বলবে, আমার মুখের কথাই আমার সম্পদ। এতদিন ধরে সেই কথা অস্বীকার করে আজ একটা কাগজ দেখে আপনি সব বিশ্বাস করে নিলেন। এরপরেই দীপা বলে দেয়, তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

দীপা মুখ ফিরিয়েছে দেখে ফের কান্নায় ভেঙে পড়ে সূর্য। লাবণ্যর কাছে গিয়ে কাঁদতে থাকে সে। এরপর লাবণ্য আর প্রবীর এসে দীপাকে রাজি করানোর চেষ্টা করে। তারা অনুরোধ করে, সে যেন সূর্যকে ক্ষমা করে দেয় এবং আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে।

কিন্তু শ্বশুর-শাশুড়িকেও ‘না’ করে দেয় দীপা। সে বলে, আজ পর্যন্ত কোনোদিন নিজের আত্মসম্মান হারাইনি, আর এখনও হারাবো না। তাহলে কি এত কিছুর পরেও মিল হবে না সূর্য-দীপার? বিচ্ছেদই তাদের সম্পর্কের অন্তিম পরিণতি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥