• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি রয়েছে আরও ট্যালেন্ট! নিজেই সুপ্ত প্রতিভার কথা জানালেন ‘গুড্ডি’র অনুজ অভিনেতা

Published on:

Star Jalsha,Bengali serial,Guddi,Serial,Ranojoy Bishnu,Painting,Entertainment,স্টার জলসা,বাংলা সিরিয়াল,গুড্ডি,সিরিয়াল,রণজয় বিষ্ণু,ছবি আঁকা,আঁকা,বিনোদন,পেইন্টিং,Ranojoy Bishnu painting,রণজয় বিষ্ণুর পেইন্টিং,রণজয় বিষ্ণুর ছবি আঁকা,রণজয় বিষ্ণুর আঁকা

Guddi serial Anuj actor Ranojoy Bishnu reveals his talent: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial) ‘গুড্ডি’তে (Guddi) দেখা যাচ্ছে তাঁকে। অনুজ (Anuj), অঙ্কুশ এবং পুবলুর চরিত্রে তাঁকে দেখছেন দর্শকরা। হ্যান্ডসাম দেখতে এই নায়ক বহু মেয়ের ক্রাশ। সম্প্রতি সেই রণজয়ই নিজের সুপ্ত প্রতিভা সকলের সামনে এনেছেন।

বাংলা সিরিয়ালের বহু কলাকুশলী টানা ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করেন। এরপর নিজের জন্য সময় বের করা তাঁদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। সময়ের অভাবে নিজের অনেক অভ্যাস, পছন্দকে তাঁদের ত্যাগ করতে হয়। তবে ব্যতিক্রমও প্রচুর রয়েছে। যেমন রণজয়। হাতে একটু ফাঁকা সময় পেলেই নিজের শখ পূরণে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

Ranojoy Bishnu, Ranojoy Bishnu painting

‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করতে গিয়েই সারা মাস কেটে যায় রণজয়ের। মাসে একটা করে ছুটি পান তিনি। তবে এত ব্যস্ততার মাঝেও একটু ফ্রি হলেই রঙ-তুলি হাতে ক্যানভাসের (Painting) সামনে বসে পড়েন অভিনেতা। সম্প্রতি নিজের আঁকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

রণজয়ের দুর্দান্ত পেইন্টিং দেখে অনেকেই মুগ্ধ হয়ে গিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা তো গোপন প্রতিভা’। কারোর আবার মত, ‘কেন নিজের প্রতিভাকে লুকিয়ে রেখেছিলেন?’ সম্প্রতি এই নিয়ে এক নামী সংবাদমাধ্যমের কাছেও মুখ খোলেন পর্দার অনুজ।

আরও পড়ুনঃ অন্তত লাবণ্যর মতো মেরুদণ্ডহীন নয়! ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Ranojoy Bishnu, Ranojoy Bishnu painting

রণজয় বলেন, ‘ইচ্ছা থাকলে সময় বের করে নেওয়া যায়।‘ অভিনেতার সংযোজন, ‘অভিনেতা হওয়ার আগে আমি আঁকা শিখিয়েই রোজগার করতাম। এটাই আমার পেশা ছিল। তবে মধ্যবিত্ত পরিবারে আঁকা শিখিয়ে তো আর বেশি রোজগার করা যায় না। এরপরেই আমি অভিনয় শুরু করি’।

আরও পড়ুনঃ মেঘকে তাড়িয়ে নীলকে বিয়ের স্বপ্ন দেখছে ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছেপুতুল’র আসন্ন ট্র্যাক

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)


অনেকেই জানেন না, টানা ২৪ বছর ছবি আঁকার প্রশিক্ষণ নিয়েছেন রণজয়। শ্যুটিংয়ের ফাঁকে নিজের শখগুলোকেও কিন্তু চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আবার ‘গুড্ডি’ ৫০০ পর্ব অতিক্রম করেছে। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই এই সিরিয়াল শেষ হতে চলেছে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘অনেক মাস ধরেই শুনছি তো শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এখন আর মাথা ঘামাতে চাই না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥