• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে তাড়িয়ে নীলকে বিয়ের স্বপ্ন দেখছে ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছেপুতুল’র আসন্ন ট্র্যাক

Published on:

Ichcheputul Megh will give divorce to neel new promo on air

Iccheputul Megh leavs house Mayuri dreams to marry Neel: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul)। এই সিরিয়ালের নায়ক নায়িকা মেঘ এবং নীলের (Megh-Neel) জুটি দারুন পছন্দ করেন সিরিয়ালপ্রেমী দর্শক। ধারাবাহিকে নায়িকা মেঘের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস অন্য দিকে নীলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা মৈনাক ব্যানার্জি।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন এই ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকে নিত্যনতুন চমক। এই মুহূর্তে সিরিয়ালে চলছে নীলের বোন গিনির সাথে তার প্রেমিক রূপঙ্করের ট্রাক। এই রূপঙ্কর আবার মেঘের পূর্ব পরিচিত। সে মেঘকে প্রেমের প্রস্তাব দিলেও তার বখাটে স্বভাবের জন্য তাকে উচিত শিক্ষা দিয়ে সপাটে চড়  কষিয়ে ছিল মেঘ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,নীল,Neel,ময়ূরী,Mayuri,ডিভোর্স,Divorce,নতুন চমক,New Twist,নতুন প্রোমো,New Promo

এবার ময়ূরী শয়তানি করে এই রূপঙ্করকেই হাতিয়ার বানিয়ে, মেঘকে ফাঁসানোর জন্য নতুন ফাঁদ পেতেছে। গত পর্বেই দেখা গিয়েছে কায়দা করে মেঘকে কফি হাতে রূপঙ্করের কাছে পাঠিয়েছিল ময়ূরী। আর সুযোগ পেয়ে রূপঙ্কর মেঘের সাথে অসভ্যতামি করতে শুরু করে. কিন্তু সেই মুহূর্তে নীল সেখানে এসে পড়ে এবং প্রতিবারের মতো এবারও ভুল বোঝে মেঘকেই। আর যাচ্ছেতাই ভাবে অপমান করার পাশাপাশি প্রশ্ন ওঠে মেঘের  চরিত্র নিয়ে।

তবে এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সকলের সামনে দাঁড়িয়ে মেঘকে অপমান করছে ময়ূরী। তাকে সে বলছে ‘লজ্জা করে না তোর?  এরপরেও কোন মুখ নিয়ে তুই এই বাড়িতে থাকবি?’ তখন মেঘ জানায় ‘আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব’। তখন ময়ূরী তার কাছে জানতে চায় ‘চিরকালের জন্য? তাহলে তো নীলকে ডিভোর্স করতে হবে’। তখন মেঘ জানিয়ে দেয় ‘শুধু ডিভোর্স নয়, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর আর নীলের বিয়ে দেব।’

আরও পড়ুনঃ অন্তত লাবণ্যর মতো মেরুদণ্ডহীন নয়! ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,নীল,Neel,ময়ূরী,Mayuri,ডিভোর্স,Divorce,নতুন চমক,New Twist,নতুন প্রোমো,New Promo

তখন পাশ থেকে নীল এসে বলেন ‘মেঘ তুমি তোমার নিজের একার মতামত জানাতে পারো না’। তখন মেঘ নীলকে স্পষ্ট জানিয়ে দেয় ‘আমি শুধু এবার সব রকম অপবাদ থেকে মুক্তি পেতে চাই’। অন্যদিকে ময়ূরীর প্ল্যান সাকসেসফুল হওয়ায়য় এবং মেঘকে গাঙ্গুলী বাড়ি থেকে বের করতে পারায় এখন থেকেই মনে মনে নীলের সাথে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ময়ূরী।

আরও পড়ুনঃ প্রভাবশালী বন্ধু না থাকায় নায়ক থেকে খলনায়ক! ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক ‘ইচ্ছেপুতুল’র নীল

এই প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন দর্শকরা। এমনই একজন লিখেছেন ‘খুশি হতাম যদি ময়ুরীকে ট্র্যাপে ফেলার ফন্দি হতো এটা ফেলার ফন্দি হতো এটা।’ কেউ আবার লিখেছেন ‘নীলকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত মেঘের।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥