• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্তত লাবণ্যর মতো মেরুদণ্ডহীন নয়! ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Star Jalsha Bengali serial Sandhyatara Bijoya Mathan new favourite of viewers: খুব বেশিদিন হয়নি, স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন সিরিয়াল (Bengali Serial) ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) সম্প্রচার শুরু হয়েছে। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। সন্ধ্যা, আকাশনীল, তারা থেকে শুরু করে বিজয়া মাঠান (Bijoya Mathan), ডাবলু- সিরিয়ালের প্রত্যেকটি চরিত্র দর্শকদের প্রশংসা আদায় করেছে।

শুরুতে টিআরপি তালিকায় বিশেষ কামাল না দেখাতে পারলেও, যত সময় যাচ্ছে ততই টিআরপি তালিকায় নিজের জায়গা পোক্ত করছে ‘সন্ধ্যাতারা’। আর সিরিয়ালের এই সাফল্যের পিছনে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজয়া মাঠান। পার্শ্বচরিত্র হলেও দর্শকদের বারবার মুগ্ধ করেছে সে।

   

Sandhyatara Bijoya Mathan, Bijoya Mathan

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকের গল্পের মূল ভিত্তিই হল দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসা এবং দরকার পড়লে নিজের সবচেয়ে পছন্দের মানুষকেও বলিদান দিয়ে দেওয়া। দুই বোনের ভালোবাসা নিয়ে শুরু হওয়া এই সিরিয়ালে নিজস্ব ছাপ ফেলেছে বিজয়া মাঠান। কঠোর, প্রতিবাদী স্বভাবের এই নারীকে দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।

বিজয়া মাঠান এমন একজন মানুষ যিনি সংসারের হাল ধরার জন্য একসময় মাঠে চাষ করেছেন। চাষবাস এবং সংসার- দুই-ই সমান দক্ষতার সঙ্গে সামলেছে সে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হাল ছাড়েন না তিনি। সেই সঙ্গেই অন্যায়ের প্রতিবাদ করতেও কখনও পিছপা হয় না মাঠান। দরকার পড়লে ন্যায়ের পাশে দাঁড়াতে নিজের পরিবারের সদস্যদের বিরোধিতাও করেন তিনি।

Sandhyatara Bijoya Mathan, Bijoya Mathan, Sandhya and Bijoya Mathan

দর্শকদের মতে, একজন নারীর মধ্যে যে যে গুণ থাকা উচিত সেই সবটা রয়েছে বিজয়া মাঠানের মধ্যে। স্ত্রী হোক, মা হোক বা শাশুড়ি- সব সত্ত্বাতেই একেবারেই নিখুঁত-নিটোল সে। আর তা দেখেই মুগ্ধ হয়েছে দর্শকরা। অনেকে আবার স্টার জলসার টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র শাশুড়ি লাবণ্য সেনগুপ্তের সঙ্গেও মাঠানের তুলনা করেছেন।

দর্শকদের একাংশের মতে, এই মুহূর্তে লাবণ্যকেও অনেকদিক থেকে ছাপিয়ে যাচ্ছে বিজয়া মাঠান। লাবণ্য চরিত্রটির মধ্যে অনেক ভুলত্রুটি রয়েছে বলে মত তাঁদের। দীপা নির্দোষ একথা জেনেও সূর্যকে সবটা বলছে না লাবণ্য। অপরদিকে বিজয়া মাঠান মুখের ওপর সত্যি বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না। আর তাঁর সেই গুণটাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে দর্শকদের।