• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউকে অপমান করেই নায়ক থেকে খলনায়ক, দর্শকদের মতে ভিলেন বাংলা সিরিয়ালের এই তারকারা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

Bengali Serial Hero’s who became Villain in Viewers eye : সুন্দরী নায়িকা আর হ্যান্ডসাম হিরোদের ফাটাফাটি জুটি নিয়েই জমজমাট এখনকার বেশিরভাগ বাংলা সিরিয়াল (Bangla Serial)। এখনকার মেগা সিরিয়ালের মিষ্টি নায়িকাদের পাশাপাশি পর্দার সুদর্শন নায়কদেরও বাংলা জুড়ে রয়েছে দারুন ফ্যান ফলোয়িং। এঁদের  মধ্যে কেউ কেউ আবার বং-ক্রাশও হয়ে থাকেন।  কিন্তু এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় (TRP List) এগিয়ে থাকতে গল্পে মাঝেমধ্যেই নিত্য নতুন মোড় আনেন লেখক লেখিকরা।

যার ফলে যে কোনো সময় সিরিয়ালের নায়করাও খলনায়ক হয়ে যাচ্ছেন। নায়িকাদের সাথে নায়কদের জঘন্য ব্যবহার দেখে বিরক্ত হয়ে দর্শককরাই তাদের খলনায়কের তকমা দিচ্ছেন। ইদানিং এটাই বেশিরভাগ বাংলা সিরিয়ালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ট্রেন্ডে গা ভাসিয়ে স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল গুলোতেও দেখা যাচ্ছে নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন প্রধান নায়করা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

সূর্য (Surjo): এই তালিকায় যার নাম প্রথমেই নিতে হয় তিনি নিঃসন্দেহে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্য।  দেখতে দেখতে প্রায় এক বছর হতে চললো নায়িকার দীপার প্রতি তার রাগ এখনও কমেনি। বেস্ট ফ্রেন্ড মিশকার মগজ ধোলাইয়ে সে তার বোধ বুদ্ধি একেবারেই হারিয়েছে। যা দেখে বিরক্ত হয়ে দর্শকরাও সূর্যকে নায়ক থেকে খলনায়কের তকমা দিয়েছেন ইতিমধ্যেই।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়বে TRP! পুরোনোদের টাটা বলে, প্রকাশ্যে ‘লাভ বিয়ে আজকাল’র টাইম স্লট

পরাগ (Porag): এরপরই রয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’র নায়ক পরাগ।  ধারাবাহিকের শুরু থেকেই তাকে দেখা যাচ্ছে একেবারে গুরু-গম্ভীর ,বদমেজাজি স্বামীর চরিত্রে। যে সারাক্ষণ মায়ের কথা শুনেই চলে। এছাড়া শুরুতেই মায়ের সাথে ফুলশয্যার দৃশ্য কিংবা জোর করে শিমুলের সাথে শারীরিক সম্পর্ক তৈরী করতে দেখে এই পরাগের ওপর রীতিমতো ক্ষেপে উঠেছেন দর্শকরা। তাই দর্শকদের চোখে ইতিমধ্যেই ভিলেন হয়ে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুনঃ দিব্যজ্যোতি স্বস্তিকার ঝগড়ার জের! সিংহাসন ছাড়া অনুরাগের ছোঁয়ার, কি বলছেন ভক্তরা?

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

সৌরনীল (Souraneel): এই তালিকায় রয়েছেন জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়ক সৌরানীলও। শুরুতে  মেঘকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল নীল কিন্তু এখন সেই মেঘই হয়ে উঠেছে তার দু’চোখের বিষ। এমনকি তাদের সম্পর্কটা এখন ডিভোর্সের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ভুল বুঝে মেঘকে বারবার দূরে সরিয়ে দেওয়ায় দর্শকরা ইতিমধ্যেই তাকে ‘স্পাইনলেস’ কিংবা ‘অযোগ্য স্বামীর’ মতো তকমা দিয়ে বসেছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

সোমরাজ (Somraj): এই তালিকায় রয়েছে জি বাংলারই মন দিতে চাই সিরিয়ালের নায়ক সোমরাজও। ধারাবাহিকের শুরু থেকেই তার এমন ইমেজ দেখানো হয়েছিল যে সে মেয়েদেরকে সহ্য করতে পারে না। আর এখন দেখা যাচ্ছে অকারণেই  তুলির আর নিজের সৎ মা’র জলে জড়িয়ে তিতিরের সাথে খারাপ ব্যবহার করছে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

ঈশান (Ishaan): এই তালিকা সদ্য যোগ হয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের নায়ক ঈশানও। যে কিনা স্বয়ং মহাদেবের রূপ।  কিন্তু এই ঈশানই এখন সবকিছুতেই দোষ দেখতে পাচ্ছে গৌরীর। শৈল মায়ের কথা শুনে সে ভাবছে গৌরী ধীরে ধীরে তার থেকে দূরে চলে যাচ্ছে। তাই যাচ্ছেতাই ভাবে যখন তখন গৌরিকে অপমান করছে ঈশান। তাই এখন সেও এখন দর্শকদের চোখে এক প্রকার ভিলেন হয়ে উঠেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

সৃজন (Srijan): এই তালিকায় সদ্য নাম লেখানোর সম্ভাবনা তৈরি হয়েছে দত্ত বাড়ির ‘বাবু’ অর্থাৎ পর্ণার বড় সৃজনের। সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে ফুল মাসি সেজে থাকা বটু সোনার চক্রান্তেই সকলের সামনে পর্দা ফাঁস হয়েছে বিপাশা ব্যানার্জীর সাজে থাকা পর্ণার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নায়ক,Hero,গসিপ,Gossip,খলনায়ক,Villainসূর্য,Surjo,পরাগ,Porag,সৌরনীল,Souraneel,সোমরাজ,Somraj,ঈশান,Ishaan,সৃজন,Srijan,দর্শক,Audience

তাতেই বাবুর মা কৃষ্ণা একেবারে তেড়ে এসে ডিভোর্সের দাবি তুলতে শুরু করে। তখন সেই তালে তাল মিলিয়ে সৃজন বলে ওঠে এইভাবে তার যোগ্যতাকে অপমান করা হয়েছে। এখন দেখার ধারাবাহিকে আগামী দিনে সত্যিই পর্ণাকে ডিভোর্স দিয়ে সৃজন খলনায়ক হয়ে ওঠে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥