• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় দুচোখের বিষ, বাস্তবে কেমন সম্পর্ক শিমুল-পরাগের? ফাঁস হতেই ভাইরাল দ্রোণ-মানালির অদূরে ছবি

জি বাংলার (Zee Bangla) সিরিয়ালের মধ্যে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) নিয়ে হামেশাই চর্চা লেগে রয়েছে। গল্পে স্বামীর পরাগের কাছে অত্যাচারিত হয়েও ঘুরে দাঁড়াচ্ছে শিমুল। প্রতিদিনই এক সে এক টানটান উত্তেজনার পর্ব হচ্ছে। যেখানে শিমুল চরিত্রে মানালি দে ও পরাগ চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা।

নিয়মিত যারা কার কাছে কই মনের কথা দেখেন তাঁরা জানেন একই বাড়িতে থাকলেও একসাথে থাকে না শিমুল-পরাগ। কারণ শিমুলের মতে পরাগ একটা মানুষরুপী জানোয়ার। এমনকি পরাগের মা পর্যন্ত প্রথমে ছেলের সাপোর্টে থাকলেও এখন বৌমার কথা বুঝতে পেরে তাঁর দলেই এসেছে। কিন্তু এতো গেলো পর্দার কথা। বাস্তবে কেমন সম্পর্ক মানালি ও দ্রোণের মধ্যে?

   

Kar Kache Koi Moner Kotha Parag Palash Misbehave with Madhubala and Shimul

আসলে পর্দায় খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া যায় ঠিকই। কিন্তু পর্দা আর বাস্তবকে গুলিয়ে ফেলেন দর্শকেরা। এরপর রাস্তাঘাটে দেখা হল নায়ক নায়িকারা যেখানে প্রশংসা পান, তেমনি খলনায়ক বা খলনায়িকাদের কপালে জোটে ভর্ৎসনা। পরাগ অভিনেতার ক্ষেত্রেও এমনটাই হয়তো। তবে পর্দার মত একেবারেই অত্যাচারী নন পরাগ অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।

সম্প্রতি মানালি দে নিজের সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ‘কার কাছে কই মনের কথা’ অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের জন্মদিনের সেলিব্রেশনের ছবি দেখা যাচ্ছে। ছবিতে সকলের সাথে মজা করতে ও শেষে একসাথে খেতে বসতে দেখা যাচ্ছে। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। এই ছবির মধ্যেই একটি ছবি রয়েছে যেখানে পরাগ ও পুতুলের সাথে দেখা যাচ্ছে শিমুলকে। সকলেই বেশ হাসিখুশি রয়েছেন। অর্থাৎ পর্দায় একেঅপরের অপছন্দের হলেও বাস্তবে কিন্তু সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

 

View this post on Instagram

 

A post shared by Manali Manisha Dey (@manali_manisha)

প্রসঙ্গত, বর্তমানে সিরিয়ালে বাড়ির ছোট ছেলে পলাশের বিয়ের কথাবার্তা চলছে। আর বিয়ে হওয়ার আগেই শিমুলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে প্রতীক্ষা। সকলে মিলে চোর অপবাদ দিয়ে শিমুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করবে। ইতিমধ্যেই এই পর্বের আগাম একটি প্রোমো প্রকাশ্যে এনেছে জি বাংলা। কিন্তু তাঁরা কি আদৌ সফল হবে? এটা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।