• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হেরে গেল দীপা, মিশকাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল সূর্যর! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা প্রোমো

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya punished by the court latest promo is out

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সূর্য, দীপার জীবনের টানাপোড়েন এখন চরমে উঠেছে। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। ইতিমধ্যেই মিশকাকে খুনের দায়ে গ্রেফতার হয়েছে সূর্য। এবার তার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করলো আদালত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো।

স্টার জলসার এই ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সূর্য অপরাধী নয়। সে মিশকার বাড়িতে বন্দুক নিয়ে গেলেও তাকে খুন করেনি। কিন্তু মিশকার (Mishka) চক্রান্তে মিথ্যে খুনের অপবাদে জেল খাটতে হচ্ছে তাকে। অপরদিকে মিশকা ছদ্মবেশ ধারণ করে গা ঢাকা দিয়ে রয়েছে। যদিও দীপা দেবীপক্ষের আগেই স্বামীকে নির্দোষ প্রমাণ করার শপথ নিয়েছে।

Surjo-Deepa will accept Mishka's baby boy upcoming track reveal

তবে মিশকাও কম চালাক নয়। দীপার চোখে ধুলো দিতে কখনও বুড়িমা, কখনও আবার তান্ত্রিকের বেশ ধারণ করছে সে। এসবের মাঝেই ধারাবাহিকে এন্ট্রি হল মিশকার উকিলের। শুধু তাই নয়, আদালতের সামনে সূর্যকে খুনি প্রমাণও করে দিয়েছে সে। ধারাবাহিকের নতুন প্রোমোতেই দেখা গিয়েছে সেই দৃশ্য।

আরও পড়ুনঃ সোনা-রুপার পর মিশকার সন্তানকেও আপন করে নেবে সূর্য-দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে সূর্য। সেই সময় মিশকার উকিল আদালতের কাছে আর্জি করে, ডক্টর সূর্য সেনগুপ্তকে কঠিন শাস্তি দেওয়া হয়। সেকথা শুনে বিচারকের উদ্দেশে সূর্য বলে, আমি নির্দোষ। অপরদিকে দেখা যায়, অটো করে আদালত আসছে দীপা।

আরও পড়ুনঃ মহালয়ায় নতুন চমক, দাদাগিরিতে ব়্যাম্প ওয়াক করছেন সৌরভ গাঙ্গুলি, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Anurager Chhowa, Anurager Chhowa latest promo

কিন্তু দীপা এসে পৌঁছনোর আগেই নিজের রায় ঘোষণা করেন বিচারক। তিনি বলেন, ডক্টর সূর্য সেনগুপ্তকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওনার ডাক্তারি রেজিস্ট্রেশনও বাতিল করা হলো। একথা শোনা মাত্রই ‘না’ বলে চিৎকার করে ওঠে সূর্য।

দীপা কি পারবে সূর্যকে এই বিপদ থেকে মুক্ত করতে? নাকি আদালতের রায়ে সত্যি সত্যিই সারাজীবন জেলের ভেতর কাটাতে হবে তাকে? মিশকার চক্রান্ত ভেদ করে দেবীপক্ষের আগে দীপা কীভাবে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥