• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহালয়ায় নতুন চমক, দাদাগিরিতে ব়্যাম্প ওয়াক করছেন সৌরভ গাঙ্গুলি, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Updated on:

Dadagiri season 10 Mahalaya episode Sourav Ganguly will do ramp walk with Dev and Sreeja Dutta

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি হলেন বাংলার গর্ব, বাঙালির আবেগ। একটা সময় ব্যাট হাতে বাইশ গজ শাসন করেছেন তিনি। এখন টেলিভিশনের পর্দায় রাজত্ব করছেন মহারাজ। তাঁর হাত বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে জি বাংলার (Zee Bangla) রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। সদ্য পথচলা শুরু হয়েছে এই শোয়ের নতুন সিজনের।

প্রত্যেক বছর ‘দাদাগিরি’র একটা করে সিজন শেষ হয় আর পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতে শুরু করে দেন দর্শকরা। এই শোয়ের মূল আকর্ষণই হলেন সৌরভ। তাঁর তুখোড় সঞ্চালনার জন্যই আজ শোয়ের জনপ্রিয়তা এত বিপুল। সিরিয়ালপ্রেমী মানুষরা পর্যন্ত ‘দাদাগিরি’ শুরু হলে নিজের পছন্দের সিরিয়াল ছেড়ে এই শো দেখতে বসে পড়েন।

Dev and Sourav Ganguly in Dadagiri

মহালয়ার (Mahalaya) দিন ‘দাদাগিরি’র মঞ্চে আবার ডাবল ধামাকা হতে চলেছে। কারণ শনিবার সৌরভের শোয়ে প্রতিযোগী হিসেবে দেখা যাবে টিম ‘বাঘা যতীন’কে (Bagha Jatin)। নায়ক দেব (Dev), নায়িকা সৃজা দত্তর (Sreeja Dutta) পাশপাশি উপস্থিত থাকবেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং রূপম ইসলামও। আর সেই পর্বেই মহারাজের একেবারে ভিন্ন অবতার দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুনঃ সোনা-রুপার পর মিশকার সন্তানকেও আপন করে নেবে সূর্য-দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে ‘দাদাগিরি’র মহালয়া স্পেশ্যাল পর্বের প্রোমো শেয়ার করা হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে দেব এবং সৃজার সঙ্গে পাল্লা দিয়ে র‍্যাম্প ওয়াক (Ramp Walk) করছেন দাদা। সোশ্যাল মিডিয়ায় এখনই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

আরও পড়ুনঃ টাকা থাকলে কি না হয়! বিয়েতে গান গাইতে কত নেন অরিজিৎ সিং? জানলে মাথাটাই ঘুরে যাবে

Sourav Ganguly, Sourav Ganguly ramp walk in Dadagiri

‘দাদাগিরি’র প্রোমোয় দেখা যাচ্ছে ইমন সৌরভকে বলছেন, ‘অনেক সুপারস্টারের সঙ্গে তো মঞ্চে র‍্যাম্প ওয়াক করেছেন’। সেকথা শুনে হাসতে থাকেন সৌরভ। তারপর স্বভাবোচিত ভঙ্গিতে বলেন, ‘আমি র‍্যাম্প ওয়াক করি কিনা জানি না, তবে হাঁটি’। এরপরেই ‘বাঘা যতীন’র নায়ক-নায়িকার সঙ্গে ওয়াক করতে শুরু করেন দাদা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘খোকাবাবু যায় লালজুতো পায়ে’।

এক কথায়, ‘দাদাগিরি’র মহালয়া স্পেশ্যাল পর্ব যে বেশ জমজমাট হতে চলেছে তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন দর্শকরা। দেব-সৃজার মজার মজার গল্প থেকে শুরু করে ইমন-রূপমের গান- থাকবে একাধিক চমক। সেই সঙ্গে মহারাজের খুনসুটি তো রয়েছেই। সব মিলিয়ে ‘দাদাগিরি’র এই পর্ব যে দর্শকদের দারুণ লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥