• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়কের থেকেও অধম! দীপার সর্বনাশ করতে মিশকার দলে সূর্য, আগাম পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya Mishka tries to destroy Deepa, অনুরাগের ছোঁয়া সূর্য দীপা মিশকা

একটা সময় ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) মূল আকর্ষণ ছিল সূর্য-দীপার কেমিস্ট্রি। ‘সুদীপা’র প্রেম, ভালোবাসা দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শকরা। এখন অবশ্য সেসব দিন আর নেই। আলাদা হয়েছে সূর্য-দীপার পথ। ডিভোর্সের পর মেয়েদের নিয়ে নতুন করে জীবন গোছাচ্ছে দীপা। অন্যদিকে মিশকার কথায় আবারো দীপাকে চরিত্রহীন ভাবছে সূর্য।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপাকে নিয়ে আইনি লড়াই চলছিল সূর্য-দীপার। গত পর্বে দেখানো হয়েছে, সূর্যর যাবতীয় টাকা ফেরত দিয়ে মেয়েদের অধিকার ছিনিয়ে নেয় দীপা। শুধু তাই নয়, দীপা-অর্জুনের সম্পর্ককে কালিমালিপ্ত করার চেষ্টাও করে সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa threatens Surjya for his words, অনুরাগের ছোঁয়া সূর্য দীপা অর্জুন

তবে এবার আর প্রাক্তন স্বামীর কুকথা মাথা নীচু করে শোনেনি দীপা (Deepa)। বরং কড়াভাবে সূর্যর কথার প্রতিবাদ করেছে সে। প্রথমে সূর্যর মুখে এক গ্লাস জল ছুঁড়ে মারে দীপা। এরপর তার কলার ধরে দৃঢ়ভাবে বলে, সূর্য যদি ভবিষ্যতে আর এই ধরণের কোনও কথা বলেছে তাহলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে।

আরও পড়ুনঃ কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

দীপা প্রতিবাদ করলেও অবশ্য শিক্ষা নেই সূর্যর (Surjya)। আজকের পর্বে দেখতে পাবেন, মিশকার সঙ্গে হাত মেলায় সে। সূর্য নিজে গিয়ে মিশকাকে বলে, অর্জুন (Arjun) আর দীপার মধ্যে কী সম্পর্ক আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা করতে গিয়ে মিশকাকে যত নীচে নামতে হয় নামুক। তবে দু’জনের মধ্যেকার সম্পর্কটা জানতেই হবে তাকে।

Anurager Chhowa Surjya and Mishka, অনুরাগের ছোঁয়া সূর্য আর মিশকা

মিশকা (Mishka) কত ভয়ঙ্কর মেয়ে সেটা জানা সত্ত্বেও দীপাকে সন্দেহ করে ফের তার দ্বারস্থ হল সূর্য। এটা দেখে ভীষণ চটে গিয়েছেন দর্শকরা। একজন যেমন লিখেছেন, ‘যে দীপা একসময় সূর্যর চরিত্রে যাতে দাগ না লাগে সেই জন্য কত কিছু করলো। আর আজ সেই সূর্যই দীপার চরিত্র নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে। ছিঃ ছিঃ!’

আরও পড়ুনঃ মেঘ অতীত, স্টার জলসার এই সিরিয়ালে যোগ দিলেন ‘ইচ্ছে পুতুল’ নায়ক! মাথায় বাজ দর্শকদের

দ্বিতীয়জন আবার কমেন্ট করেছেন, ‘বাংলা সিরিয়ালের প্রথম নায়ক যে নায়িকার চরিত্রে দাগ লাগানোর জন্য খলনায়িকার সঙ্গে হাত মেলাচ্ছে’। সব মিলিয়ে, নায়ক থেকে আস্তে আস্তে খলনায়কে পরিণত হচ্ছে সূর্য। ‘অনুরাগের ছোঁয়া’ নায়কের এই অবনতি দেখে বেজায় রুষ্ট হয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥