• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ অতীত, স্টার জলসার এই সিরিয়ালে যোগ দিলেন ‘ইচ্ছে পুতুল’ নায়ক! মাথায় বাজ দর্শকদের

Published on:

Icche Putul fame this actor enters Star Jalsha Bengali serial Sandhyatara

টিআরপি তালিকায় স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) টক্কর চলতেই থাকে। নিত্য নতুন সিরিয়াল এনে দর্শকদের মন জয় করার চেষ্টা চালিয়ে যায় দুই চ্যানেল। কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটা অনেক সময় ভেবে পান না সিরিয়ালপ্রেমীরা। তবে স্টার জলসা-জি বাংলার মধ্যে যতই টক্কর চলুন না কেন, অভিনেতা-অভিনেত্রীরা সাধারণত দুই চ্যানেল মিশিয়েই কাজ করেন। সম্প্রতি যেমন ‘ইচ্ছে পুতুল’র এক অভিনেতা এন্ট্রি নিলেন স্টার জলসার এক সিরিয়ালে (Bengali Serial)

জি বাংলার পর্দায় সম্প্রচারিত চর্চিত মেগাগুলির মধ্যে একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ, নীল, ময়ূরীর জীবনের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। সম্প্রতি এই সিরিয়ালের জিষ্ণু অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty) এন্ট্রি নিলেন স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে। এখানে অবশ্য খলচরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

Icche Putul Jishnu actor Shamik Chakraborty, ইচ্ছে পুতুল সিরিয়ালের জিষ্ণু অভিনেতা শমীক চক্রবর্তী

রোজ সন্ধ্যা ৬টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘ইচ্ছে পুতুল’। অন্যদিকে ৭:৩০টা বাজলেই স্টার জলসায় শুরু হয় ‘সন্ধ্যাতারা’। সম্প্রতি ‘ইচ্ছে পুতুল’ খ্যাত শমীক জলসার ‘সন্ধ্যাতারা’য় (Sandhyatara) এন্ট্রি নিয়েছেন। নায়ক আকাশনীলের সৎ ভাই অঙ্কনের (Ankan) ভূমিকায় অভিনয় করছেন তিনি।

আরও পড়ুনঃ সত্যিই অনবদ্য অভিনয়, ‘কার কাছে কই মনের কথা’র ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, তারা এবং আকাশনীলের সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছে সন্ধ্যা। যে কারণে বোনের সঙ্গে স্বামীর বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। কিন্তু বিজয়া মাঠান ছেলের সংসার ভাঙতে দেবেন না। যে কারণে তারার জন্য পাত্রের খোঁজ করছেন তিনি।

Shamik Chakraborty in Sandhyatara serial, সন্ধ্যাতারা সিরিয়ালে শমীক চক্রবর্তী

সম্প্রতি তারার জন্য পাত্র হিসেবে অঙ্কনকে নিয়ে আসে ঘটকমশাই। যদিও বিজয়া মাঠান জানে না সে আসলে তার স্বামীর দ্বিতীয় পক্ষের ছেলে। অঙ্কনের সঙ্গে কথা বলে তারার জন্য তাকে নির্বাচন করে আকাশনীলের মা। তবে অঙ্কনের নজর রয়েছে কাঞ্জিলাল পরিবারের সম্পত্তির ওপর। তারার স্বামী হয়ে ঢুকে নিজের অধিকার আদায় করার ফন্দি এঁটেছে সে।

আরও পড়ুনঃ কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

এখন প্রশ্ন হল, ‘সন্ধ্যাতারা’র জন্য কি তাহলে ‘ইচ্ছে পুতুল’ ছেড়ে দিলেন শমীক? জিষ্ণু (Jishnu) চরিত্রটি খুব কম সময়ের মধ্যেই দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছে। মেঘের সঙ্গে তাঁর জুটি বেশ পছন্দ করেন দর্শকরা। সাম্প্রতিক পর্বেও ধারাবাহিকে দেখা মিলেছে জিষ্ণু চরিত্রটির। ‘ইচ্ছে পুতুল’ ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শমীক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥