বলিউডে যদি শাহরুখ-সলমন থাকেন, টলিউডে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দশকের পর দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) রাজত্ব করছেন বুম্বাদা। সিনেজগতে এত বছর কাটিয়ে ফেললেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা বেড়েছে। এবার সেই বুম্বাদাই ফিরছেন সিরিয়ালের জগতে।
এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা কাজ করছেন ছোটপর্দায়। কেউ অভিনয় করছেন, কাউকে আবার দেখা যাচ্ছে ধারাবাহিক (Bengali Serial) প্রযোজনার দায়িত্ব সামলাতে। প্রসেনজিৎকেও প্রযোজক হিসেবেই দেখা যাবে। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় প্রযোজনার কাজ শুরু করেছিলেন তিনি। এত বছর পরেও মানুষের মুখে শোনা যায় সেই সিরিয়ালের নাম।
‘গানের ওপারে’ শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। এবার ফের এক বাংলা সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন প্রযোজক প্রসেনজিৎ। জি বাংলার (Zee Bangla) আসন্ন মেগা ‘আলোর কোলে’র (Alor Kole) প্রযোজনা করছেন তিনি। বুম্বাদার প্রোডাকশন হাউসের নাম ‘এন আইডিয়াস’।
আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা
বুধবার ‘আলোর কোলে’র লঞ্চের দিন দেখা মিলল প্রসেনজিতের। সেদিন ‘গানের ওপারে’র স্মৃতিতে ডুব দিতে দেখা যায় তাঁকে। বুম্বাদা বলেন, ‘গানের ওপারের মতো সিরিয়াল আর হবে না। ওটা একজন মানুষই পারতেন, সে আমার বন্ধু (ঋতুপর্ণ ঘোষ)’।
প্রসেনজিৎ বলেন, ‘এই সময়টা অনেকটা আলাদা। প্রতিযোগিতা অনেক বেশি। টিআরপির কথাটাও মাথায় রাখতে হবে। গানের ওপারের মতো ধারাবাহিক তৈরি হলে দর্শকদেরও সেটা দেখতে হবে। দর্শকরা দেখলে তবেই সিরিয়াল সফল হবে। আর ওটিটির যুগে কনটেন্টই আসল। সেটাও মাথায় রাখাটাও জরুরি’।
আরও পড়ুনঃ TRP তুলতে ব্যর্থ! রাতারাতি পাল্টে যাচ্ছে শ্রাবণ নায়িকা, বদলে আসছেন এই সুন্দরী অভিনেত্রী
View this post on Instagram
প্রসঙ্গত, ‘আলোর কোলে’ ধারাবাহিকে দেখা যাবে, মা হারা ছোট্ট পুপুলের কাছে না থেকেও কীভাবে থেকে গিয়েছে তার মা। আবার পুপুলের জীবনে তার মায়ের স্থান নেবে রাধা নামের আর এক মহিলা। ভৌতিক কাহিনী নির্ভর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকারকে। কৌশিক-স্বীকৃতির মেয়ে পুপুলের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন শিশুশিল্পী ঋষিতা নন্দীকে। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে ‘আলোর কোলে’র সফর।