জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) সিরিয়ালে (BengaliSerial) চলছে একেরপর এক জমজমাট পর্ব। যেখানে কিছুদিন আগেই মায়ের কথাই পর্ণাকে ডিভোর্স দিতে চলেছিল সৃজন। সেখানে এখন সে ডিভোর্স তো দেবেই না বরং পর্ণার হয়েই প্রতিবাদ করেছে সে। আর এতেই বাবুউউ’র প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। এর প্রমাণ মিলেছে টিআরপি তালিকাতেও। আজ প্রকাশিত হওয়া TRP লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু।
যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন, চয়নকে উদ্ধার করে আনার পর থেকে পর্ণার প্রতি টান বাড়ছে সৃজনের। যেটা দেখে কিছুতেই সহ্য করতে পারছে না কৃষ্ণা ও ইশার। যত তাড়াতাড়ি সম্ভব দুজনের ডিভোর্সের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল দুজনেই। কিন্তু সেই সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী (Srijan Parna Anniversary) সেলিব্রেশন। তাও আবার কোর্টে ডিভোর্সের হিয়ারিংয়ের আগের দিনেই।
বিবাহবার্ষিকী সেলিব্রেশনে হাজির হয়েছিল ফুলকিও। সেখানে কৃষ্ণা বাধা দেওয়ার চেষ্টা করলেও নিজের বুদ্ধিতে সব সমস্যা কাটিয়ে উঠেছে পর্ণা। এরপর নাচ গান থেকে খাওয়া দাওয়া সব মিলিয়ে হয়ে সেলিব্রেট। এরপর রাতে সৃজনকে নিয়েই ঘরে যায় পর্ণা। সমস্ত রাগ, মান-অভিমান মিটিয়ে ফুলশয্যা হয়, আবারও কাছাকাছি আসে দুজনে। এরপরেই দেখা যায় পরের দিন সকালে যথারীতি কোর্টে হাজির সৃজন পর্ণা দুজনেই।
আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা
কোর্টে গিয়ে ৫০ লাখের খোরপোষ তো দূর কোনো দাবিই করেনি পর্ণা। চুপচাপ সই করে দে ডিভোর্সের পেপারে। কিন্তু এমন সময় ডিভোর্স দেবে না জানিয়ে দেয় সৃজন। যেটা শুনে কৃষ্ণা মারমুখো হয়ে তেড়ে যায় পর্ণার দিকেই। কিন্তু এখন আর মায়ের ভয়ে আটকে যায়নি সৃজন।
আরও পড়ুনঃ সূর্য নয়, অর্জুনই দীপার যোগ্য! সোনা-রূপার জন্মদিন পালন করতেই প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা
বদলে কৃষ্ণার হাত আটকে জানিয়ে দেয় ‘পর্ণার গায়ে একদম হাত তুলবে না’। আদরের বাবুকে এমন কথা বলতে দেখে নিজের চোখ কেই বিশ্বাস করতে পারছিলো না কৃষ্ণা। তবে সৃজনের এই পরিবর্তন যে দর্শকদের বেশ লেগেছে তা বলাবাহুল্য। চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে আজকের পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছিল যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল সেই ভিডিওতে নেটিজেনরা সৃজনের এই কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে আগামী দিনেও কি এভাবেই পর্ণার পাশে থাকবে সৃজন নাকি আবারও কোনো বিপত্তি ঘটবে? এর উত্তর জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।