• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙছে শাশুড়ি-বৌমার সুন্দর সম্পর্ক, সন্ধ্যাকে বৌ করে আফসোস বিজয়া মাঠানের! ফাঁস আগাম পর্ব

Published on:

Star Jalsha,Bengali serial,Sandhyatara,Sandhya,Bijaya mathan,TV serial,Serial,Entertainment,Entertainment news,Bangla khobor,Television,স্টার জলসা,বাংলা সিরিয়াল,সন্ধ্যাতারা,সন্ধ্যা,বিজয়া মাঠান,টিভি সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। ইতিমধ্যেই নায়কের মা বিজয়া মাঠান অনেকের কাছ থেকে বাংলা টেলিভিশনের সেরা শাশুড়ির তকমাও আদায় করে নিয়েছে। সন্ধ্যা (Sandhya) এবং বিজয়া মাঠানের সম্পর্ক ভীষণ পছন্দ দর্শকদের। ছেলের বৌ অন্ত প্রাণ আকাশনীলের মা।

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, বিজয়া মাঠান (Bijaya Mathan) নিজে ছেলের বৌ হিসেবে সন্ধ্যাকে পছন্দ করে এনেছে। অপছন্দ সত্ত্বেও শুধুমাত্র মায়ের খুশির জন্য সন্ধ্যাকে বিয়ে করেছে আকাশনীল (Akashneel)। বিয়ের পর সবসময় সন্ধ্যাকে আগলে আগলে রেখেছে তার শাশুড়ি মা। এমনকি ছেলের বৌয়ের পাশে দাঁড়িয়ে ছেলেকে বকতেও দ্বিধা বোধ করেননি তিনি।

Sandhyatara, Sandhyatara serial Sandhya and Bijaya Mathan

কিন্তু সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে, পিসি ঠাকুমার চক্রান্তে নেশার ঘোরে আকাশনীলের বন্ধুদের সামনে মাতলামি করে ফেলে সন্ধ্যা। ছেলের বৌকে সেই অবস্থায় দেখে চমকে ওঠে বিজয়া মাঠান। যদিও সন্ধ্যাকে দোষারোপ করেননি তিনি। তবে সন্ধ্যাকে নিয়ে প্রথমবার আক্ষেপ করছে বিজয়া মাঠান। মেজ জায়ের কাছে আফসোসের সুরে তাকে বলতে শোনা যায়, ‘নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমার পছন্দের বৌমাকে ঘরে আনতে গিয়ে এ আমি কী করে ফেললাম’।

আরও পড়ুনঃ ময়ূরী-রূপের ভালোমানুষির মুখোশ ছিঁড়ে দেবে মেঘ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

Sandhyatara, Sandhyatara serial Sandhya and Bijaya Mathan

দূর থেকে দাঁড়িয়ে একথা শোনে সন্ধ্যা। সে ভাবে হয়তো আগের রাতের মাতলামির জন্য একথা বলছে তার শাশুড়ি মা। সে সঙ্গে সঙ্গে গিয়ে বিজয়া মাঠানের কাছে পা ধরে ক্ষমা চায়। তখনই অবশ্য ছেলের বৌয়ের ভুল ভাঙিয়ে দেন আকাশনীলের মা। তিনি বলেন, সন্ধ্যা এমন কিছু করেনি যাতে তাঁকে ক্ষমা চাইতে হয়। বরং উল্টে তার ক্ষমা চাওয়া উচিত সন্ধ্যার কাছে।

আরও পড়ুনঃ স্টেজ ভর্তি লোকের সামনে শিমুলকে মারলো শ্বাশুড়ি, তাড়িয়ে দিল স্বামী! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

বিজয়া মাঠানের আফসোস করার দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ছেলের বৌয়ের ওপর রাগ করেছেন। ‘গেঁয়ো’ সন্ধ্যাকে বাড়ির বৌ করে এনে আফসোস করছে আকাশনীলের মা। তবে এমনটা কিছুই নয়। বরং উল্টে পিসি ঠাকুমার কাজের জন্য তিনি লজ্জা বোধ করছিলেন। দর্শকদের কথায়, বিজয়া মাঠানের এই গুণটাই তাকে সবার থেকে আলাদা করে তোলে। তিনি যেভাবে সবসময় ছেলের বৌয়ের পাশে দাঁড়ান সেটা সত্যিই প্রশংসনীয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥