• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেকে নিয়েই মত্ত! সোনা-রূপার জন্মদিন ভুলে গেল সূর্য, টিভির আগেই ফাঁস আজকের ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Surja forgets to come to Sona Rupa's Birthday breaking Deepa's Heart

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) দেখে এখন রীতিমতো রাগে ফুঁসছে দর্শকরা। মিশকার ছেলেকে সেনগুপ্ত বাড়িতে রাখতে ইতিমধ্যেই দীপাকে ডিভোর্স দিয়েছে সূর্য। সোনা-রূপাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে দীপা। এবার সোনা-রূপার জন্মদিনটাও ভুলে গেল সে। মেয়েদের জীবনের এই বিশেষ দিনেও মিশকার ছেলেকে নিয়ে ব্যস্ত সূর্য।

এদিনের পর্বে দেখা যায়, সূর্যকে (Surjya) ভুলে দীপাকে নতুনভাবে জীবন শুরু করার কথা বলে তার বাবা। তিনি বলেন, দীপার (Deepa) কদর করতে পারে এমন কোনও মানুষের সঙ্গেই এবার জীবন শুরু করা উচিত তার।  রত্নাদেবীও বলে দিয়েছে, দীপা আর সেনগুপ্ত বাড়ি ফিরবে না। যদিও দীপার মনে অন্য কথা চলতে থাকে।

Anurager Chhowa Deepa and her father Ajay

এত কিছুর পরেও দীপা বলে, আগামীকাল সোনা-রূপার (Sona Rupa) জন্মদিন। যাই হয়ে যাক না কেন, এই দিনটার কথা কিছুতেই ভুলবে না সূর্য। আগামীকাল ঠিক মেয়েদের সঙ্গে দেখা করতে আসবে সে। তবে প্রত্যেকবারের মতো এবারও দীপার বিশ্বাস ভেঙে দেয় সূর্য।

আরও পড়ুনঃ পাপী ময়ূরীর সব প্ল্যান ফেল, আবার কাছাকাছি মেঘ-নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Anurager Chhowa Surjya and Mishka in hospital

জন্মদিনের দিন অধীর আগ্রহে বাবার জন্য অপেক্ষা করতে থাকে ছোট্ট সোনা-রূপা। দরজায় টোকা পড়তেই ছুটে যায় তারা। কিন্তু দরজা খুলে দেখে বাড়ির বাকি সব সদস্যরা এলেও সূর্য আসেনি। তা দেখে মন ভেঙে যায় দীপার। আসলে মিশকা চালাকি করে সূর্যকে হাসপাতালে আটকে রাখে। সে ডাক্তারকে বলে দেয়, আগামী দু’দিন কোনোভাবেই যেন সূর্য হাসপাতাল ছেড়ে বেরোতে না পারে।

আরও পড়ুনঃ পরাগকে ব্ল্যাকমেল করতেই পাল্টি মধুবালার, আবারও শুরু অত্যাচার! টিভির আগেই ফাঁস ফুল ধামাকা পর্ব

Anurager Chhowa Mishka

এরপর ঊর্মি দীপাকে বলে, স্কুলের সবাই তাদের জন্য অপেক্ষা করছে। সেকথা শুনে বাড়ির প্রত্যেকে দীপাকে সেখানে যাওয়ার কথা বলে। সূর্যর কথা ভেবে দীপাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো নষ্ট না করার পরামর্শ দেয় তার শ্বশুরমশাই প্রবীর।

অন্যদিকে দেখা যায়, দেশে ফেরার পর নিজের ঘর গোছাচ্ছে অর্জুন। সেই সঙ্গেই দীপার কথাও ভাবতে থাকে। নিজের ড্রাইভার এবং তার স্ত্রীকে অর্জুন বলে, দীপা ভীষণ বুদ্ধিমতী একজন মেয়ে। সে চাইলেই সব কিছু করতে পারতো। দীপার মতো আদর্শ মেয়ে সে জীবনে কখনও দেখেনি। এত বছর পর অর্জুন-দীপার সাক্ষাৎটা কীভাবে হয় আপাতত সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥