• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগকে ব্ল্যাকমেল করতেই পাল্টি মধুবালার, আবারও শুরু অত্যাচার! টিভির আগেই ফাঁস ফুল ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala is angry with Shimul

পরপর দু’সপ্তাহ বেঙ্গল টপারের শিরোপা দখল করেছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। টানটান গল্প এবং তুখোড় অভিনয়ের সৌজন্যে ইতিমধ্যেই সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মন জয় করে নিয়েছে শিমুল-পুতুলরা। এবার বেঙ্গল টপারের আসন ধরে রাখতে বিরাট টুইস্ট আনছেন নির্মাতারা। আবারো পুরনো ফর্মে ফিরছেন মধুবালা!

কয়েকদিন আগেই দেখানো হয়েছে, শিমুলকে (Shimul) বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল পরাগ, পলাশ, প্রতীক্ষারা। যদিও তাদের সেই প্ল্যান সফল হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে শিমুল। আর তারপর থেকেই তার চরিত্রে একটা বদল লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি নিজের জীবনের মূল্য স্বরূপ পরাগের (Parag) থেকে পাঁচ লাখ টাকা দাবি করে শিমুল। সেই সঙ্গেই জানায়, এরপর থেকে প্রত্যেক মাসে মাইনের অর্ধেক তার হাতে তুলে দিতে হবে।

Kar Kache Koi Moner Kotha Shimul 2

এদিনের পর্বে দেখা যায়, শিমুলের এহেন দাবি শুনে বেশ চিন্তায় পড়ে গিয়েছে মধুবালা (Madhubala)। ছেলে এতগুলো টাকা কোথা থেকে পাবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকেন তিনি। শিমুলকে এই বিষয়ে বলতে এলে, সে স্পষ্ট বলে, তার টাকা চাই মানে চাই। পরাগ কোথা থেকে সেই টাকা জোগাড় করবে সেটা তার ব্যাপার ।

আরও পড়ুনঃ পাপী ময়ূরীর সব প্ল্যান ফেল, আবার কাছাকাছি মেঘ-নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

পাশাপাশি শিমুল এও বলে, পরাগের কাছে এর থেকেও বেশি টাকা আছে। তাই যেটুকু টাকা সে চেয়েছে সেটা পরাগ খুব সহজেই দিয়ে দিতে পারবে। একথা শোনার পরেও মধুবালা নানান ভাবে শিমুলকে বোঝানোর চেষ্টা করে। তবে শাশুড়ির কোনও কথা শোনে না শিমুল।

আরও পড়ুনঃ অবাঙালি হলেও দুর্দান্ত অভিনয়ের দৌলতে জিতেছেন দর্শক মন, রইল টেলি পাড়ার এমনই ৭ তারকাদের তালিকা

Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

বৌমার এমন ব্যবহারে খানিকটা রুষ্ট হয় পরাগের মা। এখন আর শিমুলকে আগের মতো ভালোবাসছেন না তিনি। ফের যেন একটু একটু করে পুরনো ফর্মে ফিরছে মধুবালা। পরাগ যে শিমুলকে খুন করতে যাওয়ার মতো এত বড় একটা অন্যায় করেছে সেটা যেন একপ্রকার ভুলতে বসেছেন তিনি ।

ধারবাহিকের আগামী পর্বে দেখতে পাবেন, পরাগ যখন শিমুলকে টাকা দিতে যায়, তখন তাকে বাধা দেয় তার মা। মধুবালা বলে, এখানে একজন সাক্ষী থাকা দরকার। একথা বলে শিমুলের মা এবং বৌদিদের ডেকে পাঠান তিনি। শাশুড়ির এমন করায় বেশ অস্বস্তিতে পড়ে যায় শিমুল। তাহলে কি এভাবেই ভেস্তে যাবে শিমুল-মধুবালার সুন্দর সম্পর্ক? উত্তর মিলবে আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥