• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাপী ময়ূরীর সব প্ল্যান ফেল, আবার কাছাকাছি মেঘ-নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) কয়েকটি ধারাবাহিক (Bengali Serial) থেকে চোখ সরানো একেবারে মুশকিল হয়ে পড়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ, নীল, ময়ূরীর ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোড এখন দুর্দান্ত হচ্ছে। একদিকে মেঘের চরম ক্ষতি করার জন্য হাত মিলিয়েছে রূপ আর ময়ূরী। অন্যদিকে স্ত্রীকে ফের নিজের জীবনে ফেরাতে মরিয়া নীল।

ধারাবাহিকে কয়েকদিন আগেই দেখানো হয়েছে, অষ্টমীর রাতে গান গাইতে আসার জন্য মেঘকে (Megh) অনুরোধ করেছে নীলের পাড়ার উদ্যোক্তারা। যার প্রত্যুত্তরে মোটা টাকা পারিশ্রমিক চেয়ে বসে মেঘ। টাকার অঙ্ক শুনে নিরাশ হয়ে পড়ে নীলের (Neel) পাড়ার লোকেরা। কিন্তু নীল তখন জানায়, মেঘের পারিশ্রমিকের টাকাটা সে দিয়ে দেবে। তবে মেঘ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে।

   

Zee Bangla Bengali serial Icche Putul Neel’s new plan to bring Megh home

আজকের পর্বে দেখতে পাবেন, পাড়ার মণ্ডপে এসে একটু অসুস্থ হয়ে পড়ে নীলের ঠাম্মি। সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এরপর মীনাক্ষী শাশুড়ির প্রেসার মেপে জানায়, এই অবস্থায় তার মণ্ডপে যাওয়া উচিত হবে না। কিন্তু একটু পরেই গান গাইতে আসবে মেঘ। তাকে দেখার জন্য ছটফট করতে থাকেন ঠাম্মির মন।

আরও পড়ুনঃ অবাঙালি হলেও দুর্দান্ত অভিনয়ের দৌলতে জিতেছেন দর্শক মন, রইল টেলি পাড়ার এমনই ৭ তারকাদের তালিকা

অন্যদিকে দেখা যায়, গান গাইতে আসার জন্য তৈরি হচ্ছে মেঘ। সেই সময় অনিন্দ্য বলে, সে তার সঙ্গে যেতে চায়। তবে বাবার শ্বাসকষ্টের কথা ভেবে মেঘ বলে, ওখানে অনেক ধূপ ধুনো থাকবে। তাই তোমায় যেতে হবে না। আমি একাই চলে যেতে পারবো। পাশাপাশি অনিন্দ্যকে আশ্বস্ত করে এটাও বলে, এবার আর কেউ তার কিছু করতে পারবে না। কারণ এবার সে সম্পূর্ণ রূপে প্রস্তুত।

আরও পড়ুনঃ এত লোভ! পরাগকে ব্ল্যাকমেল করতেই শিমুলকে ভুল বুঝলো মধুবালা সহ প্রতিবেশীরা, ফাঁস মহাধমকা পর্ব

Icche Putul serial Megh

এরপর মেঘ গান গাইতে পৌঁছে যায় নীলের পাড়ায়। সেখানে যেতেই মেঘের পুরনো কিছু কথা মনে পড়ে যায়। বিয়ের পর প্রথম পুজোয় অঞ্জলি দিতে আসার আগে মেঘ এবং নীলের মধ্যে একটা অন্তরঙ্গ মুহূর্তের সৃষ্টি হয়েছিল। সেই দিনটার কথা বারবার ঘুরেফিরে আসতে থাকে মেঘের মনে। যদিও কিছুক্ষণের মধ্যেই মেঘের সেই দিবাস্বপ্ন ভেঙে যায়। আর তখনই তার পিছনে এসে দাঁড়ায় নীল। পুজোর এই আবহে নীল কি জিততে পারবে মেঘের মন?