• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ও মানুষ নয় শয়তান! ময়ূরীর আসল রূপ বেরোতেই হাহুতাশ করছে মেঘের মা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Icche Putul Madhumita tells Megh Mayuri has became monster

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সিরিয়ালগুলো দর্শকেরা দেখতে পছন্দ করেন তার মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গল্পের শুরু থেকেই বোন মেঘের প্রতি হিংসায় জ্বলে পুড়ে জেট দিদি ময়ূরী। যতদিন দিয়েছে ততই বেড়েছে সেই হিংসা। ঠিক ভুলের সমস্ত সীমা পেরিয়ে বোনের সংসারে আগুন লাগাতে পর্যন্ত পিছপা হয়নি সে। কিন্তু এবার চূড়ান্ত নোংরামিতে নেমে এসেছি এসেছে ময়ূরী।

মেঘের সর্বনাশ করতে গিয়ে সৌরনীলের বোনের পর্যন্ত ক্ষতি করেছে ময়ূরী। আসল সত্যি প্রকাশ্যে আসার পর থেকেই সকলে বুঝতে পেরেছে মেঘ নয় আসল শয়তান ময়ূরীই। যে মা অন্ধের মত বিশ্বাস করতেও আজ সেও ময়ূরীকে প্রতিপদে সন্দেহ করছে। নিজের স্বার্থের জন্য নীলকে নেশা করিয়ে রাত কাটিয়েছে, ভিডিও পর্যন্ত করেছে। মেয়ে যে এমন একটা কাজ করতে পারে তা কিছুতেই মেনে নিতে পারেনি মা।

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri blackmails Neel

সবার সামনে আসল সত্যি ফাঁস হয়ে গেলেও হাল ছাড়তে রাজি নয় ময়ূরী। মোবাইলে রেকর্ড করা নীলের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দিয়েই এবার মেঘের ওপর প্রতিশোধ নিয়ে সৌরনীলকে কাছে পেতে চাইছে সে। এর জন্য পুলিশে গিয়ে বিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগ এনেছে নীলের বিরুদ্ধে। তবে বোনের এই নোংরামির কথা আগেই জানতে পেরেছিল মেঘ। তাই ঠিক সময়ে নিজে গিয়ে নীলকে বাঁচিয়েছে।

আরও পড়ুনঃ দত্ত বাড়িতে তুলকালাম! ধ্যাষ্টামো জেঠুকে টাইট দিয়ে ঘরে এল চয়ন-রুচিরা, সাবাশ পর্ণা বলছে দর্শকেরা

এত অপমান সহ্য করেও মেঘ বাঁচিয়ে যেতেই তাকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করার জন্য কথা বলতে চায় নীল। কিন্তু তাতে লাভ হয়নি, মেঘ কোনো কথা বলতেই রাজি নয়। এরপর বাবার সাথে বাড়ি ফিরে এলে মেঘের মা নিজের মেয়েকে নিয়ে আক্ষেপ করতে শুরু করে। মধুমিতা বলে, ‘ও আর মানুষ নেই, শয়তান হয়ে গেছে’।

আরও পড়ুনঃ নতুন বছরে আসছে একঝাঁক নতুন মেগা, রইল জি বাংলা থেকে ষ্টার জলসার ৫ সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ

প্রসঙ্গত, নীলকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিলেও ময়ূরী নিজের হার স্বীকার করতে রাজি নয়। এতকিছুর পরেও তাঁর ধারণে যে মা আর বাপি মেঘের কথা ভাবছে তাঁর না। তাই মেঘের ওপর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এবার আগামী দিনে কি হতে চলেছে সেটা জানতে হল চোখ রাখতে যবে টিভিতে জি বাংলার পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥