• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে জেলে পাঠিয়ে ভালোবাসায় মাতলো সূর্য-দীপা! টিভির আগেই ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

Updated on:

Anurager Chhowa Surjya Deepa romantic moment after long time

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। এতদিন ধরে মিশকার খুনের অপবাদে জেল খাটছিল সূর্য। তবে এবার আদালতের সামনে দীপা প্রমাণ করে দিয়েছে যে মিশকা বেঁচে আছে। শুধু তাই নয়, স্বামীকে সসম্মানে বাড়িও ফিরিয়ে এনেছে সে। আর তারপরেই আনন্দে মেতে উঠেছে গোটা সেনগুপ্ত পরিবার।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, আদালতের সামনে মিশকাকে (Mishka) হাজির করেছে দীপা (Deepa)। যার খুনের মামলা চলছিল, তাকে সশরীরে দেখে অবাক হয়ে যায় সকলে। এরপর আস্তে আস্তে সকলের সামনে নিজের যাবতীয় দোষ স্বীকার করে নেয় মিশকা। যদিও তার মধ্যে কোনও অনুশোচনা বোধ ছিল না।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka admits her mistakes in front of the court

বরং বারবার মিশকা বলছিল, সে যা করেছে নিজের ভালোবাসার জন্য করেছে। আর ভালোবাসা আর যুদ্ধে সব খারাপ কাজই বৈধ। মিশকার মুখ থেকে এধরণের কথা শুনে হতবাক হয়ে যায় আদালতে উপস্থিত প্রত্যেকে। এরপর বিচারক তাকে কঠোর সাজা দেন।

আরও পড়ুনঃ অকালেই শেষ হচ্ছে ‘বাংলা মিডিয়াম’! অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে মুখ খুললেন ‘ভিকি’ নীল

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, সূর্য (Surjya) জেল থেকে মুক্তি পাওয়ায় ব্যান্ড পার্টি নিয়ে এসেছে সোনা-রূপা। মা-বাবাকে আবার একসঙ্গে পেয়ে বেজায় খুশি তারা। গোটা সেনগুপ্ত পরিবারে বইছে খুশির হাওয়া। তবে সেই আনন্দের মুহূর্তে নেই লাবণ্য সেনগুপ্ত। কারণ সে এখন হাসপাতালে রয়েছে।

আরও পড়ুনঃ জিষ্ণুকে নিয়ে আবারো নোংরা বদনাম দিল নীল! স্বামীর ব্যবহারে ফুঁসে উঠল মেঘ, ফাঁস মহাধামাকা পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa romance

অপরদিকে আবার দেখা যায়, থানায় আসার পর মিশকা দাবি করে সে যেখানে থাকবে সেখানে যেন একটা এসির ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ সে মা হতে চলেছে, এই অবস্থায় গরমে থাকতে কষ্ট হবে। পাশাপাশি সেখানকার খাবারের মান কেমন সেটাও জানতে চায় মিশকা। একজন অপরাধীর মুখে একথা শুনে অবাক হয়ে যায় পুলিশ অফিসার। যদিও তাতেও কোনও হেলদোল নেই মিশকার।

মিশকা জেলে যাওয়ার পর সূর্য-দীপাও অনেকদিন বাদে একটু শান্তিতে সময় কাটাতে পারছে। অনেকদিন পর দীপার সঙ্গে একান্তে সময় কাটাতে তাকে নিয়ে রাস্তার পাশের এক ধাবায় নিয়ে যায় সূর্য। শুধু তাই নয়, সেখানে সে আইসক্রিমও খেতে চায়। এত বছর পরেও সূর্য সব মনে রেখেছে দেখে অবাক হয়ে যায় দীপা। এত ঝড়ঝাপটার পর ‘সুদীপা’র এই আদুরে মুহূর্ত দেখে দর্শকদের মন যে জুড়িয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥