• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অকালেই শেষ হচ্ছে ‘বাংলা মিডিয়াম’! অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে মুখ খুললেন ‘ভিকি’ নীল

Published on:

Bengali serial actor Neel Bhattacharya opens up about Bangla Medium ending

গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল ‘বাংলা মিডিয়াম’র (Bangla Medium) পথচলা। আগামী নভেম্বর মাসে এক বছর হওয়ার কথা। কিন্তু তার আগেই শেষ হয়ে যাচ্ছে ভিকি-ইন্দিরার পথচলা। নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘তুমি আশেপাশে থাকলে’কে স্থান করে দিতে অকালেই বন্ধ হয়ে যাচ্ছে ‘বাংলা মিডিয়াম’। পুজোর আবহে এমন খবরে স্বাভাবিকভাবেই বেশ মন খারাপ সিরিয়ালপ্রেমী দর্শকদের। এবার এই নিয়ে মুখ খুললেন নায়ক নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) নিজে।

জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের পর ফের ‘বাংলা মিডিয়াম’র হাত ধরে কামব্যাক করেছিল নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচার ব্লকবাস্টার জুটি। তবে দুর্ভাগ্যবশত প্রথম থেকেই টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি তাঁদের এই মেগা। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল চ্যানেল কর্তৃপক্ষ।

Bangla Medium, Neel Bhattacharya on Bangla Medium ending

আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে ‘তুমি আশেপাশে থাকলে’র সম্প্রচার। তার আগেই শেষ হয়ে যাবে ‘বাংলা মিডিয়াম’। অন্তিম পর্বের শ্যুটিং আরও আগে হয়ে যাবে। এক বছর হওয়ার আগেই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে, পুজোর আবহে কি তাহলে মন খারাপ নীলের? সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেতা।

পর্দার ভিকি বলেন, ‘ঠিকই আছে। ৩০০ পর্ব পর্যন্ত সম্প্রচারিত হয়েছে, সেটাই এখন বড় ব্যাপার। প্রত্যেকটা গল্প একটা নির্দিষ্ট সময়ে এসে শেষ করা উচিত। আমারদেরটার ক্ষেত্রেও তাই হচ্ছে’। এরপরেই অভিনেতা মন খারাপ কিনা তা নিয়ে মুখ খোলেন।

Bangla Medium, Neel Bhattacharya on Bangla Medium ending

রাখঢাক না করেই নীল বলেন, ‘যে কোনও কাজই তা তাড়াতাড়ি শেষ হোক বা অনেক দিন সম্প্রচারের পর,  সব সময়ই মন খারাপ হয়। কিন্তু আমাদের গল্পটা যেভাবে শেষ হচ্ছে তাতে আমি খুশি’। জানা গিয়েছে, পুজোর আগে ‘বাংলা মিডিয়াম’র অন্তিম পর্বের শ্যুটিং হয়ে যাবে। পুজোর পর সম্ভবত সেই এপিসোড টেলিকাস্ট করা হবে।

সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি নীল এখন ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত। খুব বেশিদিন হয়নি ‘তৃণীল’ পোশাকের ব্যবসা শুরু করেছে। নীল জানান, এরপর বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে সই করেছেন তিনি। ফের কবে তাঁকে ছোটপর্দায় দেখা যাবে তা অবশ্য এখনই জানাননি অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥