• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাইড রোল থেকে নায়িকা! ‘খেলনা বাড়ি’র পর নতুন রূপে কামব্যাক করছে ‘গুগলি’

Published on:

Khelnabari serial Googly actress Indrani Bhattacharyya's comeback with New Serial

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত পুরনো ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)৷ ইন্দ্র মিতুলের (Mitul) ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। তবে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও শীঘ্রই শেষ হতে চলেছে এই মেগা। ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে আরাত্রিকা মাইতি, বিশ্বজিৎ ঘোষ অভিনীত এই সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুটিং।

‘খেলনা বাড়ি’ এমন একটি ধারাবাহিক যার প্রধান অভিনেতা-অভিনেত্রী ছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করা তারকারাও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এমনই একটি চরিত্র হল গুগলি (Googly)। প্রথমদিকে এই চরিত্রে অভিনয় করছিলেন একজন শিশুশিল্পী। তবে পরবর্তীকালে ধারাবাহিক লিপ নেওয়ার সঙ্গে বদলে যায় গুগলির মুখ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে।

Khelna Bari,Indrani Bhattacharya,Googly,Indra,Mitul,Zee Bangla,Star Jalsha,Television,TV serial,Bengali television,Bangla television,খেলনা বাড়ি,ইন্দ্রাণী ভট্টাচার্য,গুগলি,ইন্দ্র,মিতুল,স্টার জলসা,জি বাংলা,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন

ইতিমধ্যেই সঞ্চয়ন নামের একটি ছেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে ইন্দ্র-মিতুলের মেয়ে। যদিও বিয়ের পর থেকে একের পর এক ঝড় যাচ্ছে তার ওপর দিয়ে৷ তবে মিতুল থাকতে গুগলির ক্ষতি করা সম্ভব নয়। সে ইতিমধ্যেই জেনে গিয়েছে গুগলির শরীর খারাপের পিছনে রয়েছে তার শাশুড়ি মা।

প্রসঙ্গত ‘খেলনা বাড়ি’তে গুগলি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য (Indrani Bhattacharya)। ‘খেলনা বাড়ি’র আগেও একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ইন্দ্রাণীর ঝুলিতে রয়েছে ‘লালকুঠি’, ‘এই পথ যদি না শেষ হয়’র মতো সিরিয়ালের নাম।

Khelnabari serial Googly actress Indrani Bhattacharyya's comeback with New Serial

এতদিন মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, এবার শোনা যাচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী। গুঞ্জন শোনা যাচ্ছে, জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার (Star Jalsha) আসন্ন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। কারোর মেয়ে, বোন কিংবা বন্ধু নয়, বরং এবার নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে ইন্দ্রাণীকে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর গুঞ্জন চললেও অভিনেত্রী নিজে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানাননি। এখন ইন্দ্রাণীর মুখ থেকে এই সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥