• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে DNA টেস্ট করে সামনে আসবে সব সত্যি! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya apologized to Kabir

Anurager Chhowa latest Episode Update : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে সূর্য-দীপার মান-অভিমান কিছুতেই শেষ হচ্ছে না। গত কয়েক মাস ধরে সেই একই ভুল বোঝাবুঝির ট্র্যাক দেখিয়ে যাচ্ছেন নির্মাতারা। যে কারণে দর্শকদের একাংশ বেশ চটে গিয়েছে। তাঁদের একটাই দাবি, এবার অন্তত নায়ক-নায়িকার মিল দেখানো হোক। সেই সঙ্গেই পর্দাফাঁস হোক মিশকার (Mishka)। অবশেষে সেই বহুপ্রতীক্ষিত মুহূর্ত আসতে চলেছে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার কথা বিশ্বাস করে সূর্য (Surjya) ভাবে তার বাবা হওয়ার ক্ষমতা নেই। সেই বিশ্বাস থেকেই প্রেগন্যান্ট দীপাকে (Deepa) দুশ্চরিত্রা তকমা দেয় সে। সেই সঙ্গেই দীপাকে বাড়ি থেকেও বের করে দেয়। এমনকি এত বছর পর সূর্য যখন জানতে পারে, সোনা-রূপা আসলে দীপার মেয়ে, তখন সে ভাবে তাদের বাবা কবীর (Kabir)। যাকে কিনা আদতে দীপা নিজের দাদার চোখে দেখে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa and Kabir

এতদিন দর্শকদের একটাই প্রশ্ন ছিল, সূর্য নিজে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও কেন সোনা (Sona)রূপার (Rupa) সঙ্গে ডিএনএ টেস্ট (DNA Test) করাচ্ছে না? তাহলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে যে দীপার সন্তানের বাবা আসলে কে। অবশেষে দর্শকদের দাবি মেনে, ডিএনএ টেস্টের ট্র্যাক আনতে চলেছেন নির্মাতারা।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ, ফুলকি না জগদ্ধাত্রী কে হল নতুন বেঙ্গল টপার? রইল চক্ষু ছানাবড়া করা TRP তালিকা

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, স্কুলে বোম ব্লাস্টের ঘটনার পর বাড়ি ফিরে সোনাকে জড়িয়ে ধরে সূর্য। কিন্তু এরপরেই কবীর আর দীপার কথা মনে পড়ায় সে কিছুটা ইতস্তত বোধ করতে থাকে। সে ভাবে সোনার সঙ্গে নিজের ডিএনএ পরীক্ষা করে দেখবে। যেমন ভাবা তেমন কাজ। এরপর যখন রিপোর্ট আসে তখন সেটা দেখে আকাশ থেকে পড়ে সূর্য।

আরও পড়ুনঃ ছোটপর্দা থেকে সোজা বড়পর্দায়! টলিউডের সুপারস্টারের ছবিতে দেখা যাবে ‘মিঠাই’য়ের মিষ্টিকে

Anurager Chhowa, Anurager Chhowa Surjya DNA test

ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে সূর্য জানতে পারে, সোনা তার সন্তান। এদিকে এতদিন সে ভাবতো তার বাবা হওয়ার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে কবীরের কাছে ছুটে যায় সূর্য। এরপর তার মুখে মিশকার যাবতীয় কুকীর্তির কথা শুনে ক্ষমা চায় সূর্য। তাহলে কি এভাবেই অবশেষে দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসবে সূর্য-দীপা? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥