বাংলা সিরিয়ালের (Bengali Serial) শিশুশিল্পী মানেই দর্শকদের নয়নের মণি। শাক্য-মিষ্টি (Mishti) থেকে শুরু করে সোনা-রূপা, প্রত্যেকেই সিরিয়ালপ্রেমী মানুষদের খুব কাছের। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু হলেও এই বয়সেই অনেকে ওয়েব সিরিজ, সিনেমাতেও (Movie) কাজ করে ফেলেছেন। সম্প্রতি যেমন ‘মিঠাই’ ধারাবাহিকের মিষ্টি অভিনেত্রী অনুমেঘা কাহালি (Anumegha Kahali) টলিউডের (Tollywood) সবচেয়ে বড় সুপারস্টারের ছবিতে চান্স পেল।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র হাত ধরে টেলি দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল অনুমেঘার। তবে ‘মিঠাই’য়ে (Mithai) অভিনয়ের পর থেকে জনপ্রিয়তা পাওয়া শুরু হয় তার। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ছোট্ট একটি চরিত্রে অনুমেঘাকে দেখেছিলেন দর্শকরা। এবার সোজা বড়পর্দায় সুযোগ পেয়ে গেল সে।
আগেই জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) অবলম্বনে ফের সিনেমা তৈরি করছে টলিউড। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ইতিমধ্যেই ‘মহাগুরু’র লুক প্রকাশ্যে এসে গিয়েছে। দর্শকরা অভিনেতার ভূয়সী প্রশংসা করেছেন। শোনা যাচ্ছে, সেই সিনেমাতেই ছোট্ট মিনির (Mini) চরিত্রে কাস্ট করা হয়েছে অনুমেঘাকে।
আরও পড়ুনঃ নায়িকা থেকে পার্শ্বচরিত্রে! প্রতিভা থাকলেও বোনের চরিত্রে অভিনয় করছেন এই ৫ অভিনেত্রী
‘কাবুলিওয়ালা’ গল্পে মিনির গুরুত্ব অপরিসীম। গল্পের মুখ্য চরিত্রই হল কাবুলিওয়ালা এবং মিনি। এবার সেই ভূমিকাতেই দেখা যাবে অনুমেঘাকে। উল্লেখ্য, প্রায় ৬৬ বছর আগে তৈরি তপন সিংহের ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। অপরদিকে ‘কাবুলিওয়ালা’ রূপে দেখা গিয়েছিল কিংবদন্তি ছবি বিশ্বাসকে। এবার এই দুই চরিত্রেই দেখা যাবে অনুমেঘা এবং মিঠুনকে।
প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকের আর এক শিশু শিল্পী শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তীও ইতিমধ্যেই সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছে। এবার সেই পথেই এগোচ্ছে শাক্যর অনস্ক্রিন বোন মিষ্টি অর্থাৎ অনুমেঘা। পুঁচকে এই অভিনেত্রীর বয়স এখন সবে ৫ বছর। এই বয়সেই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজের সুযোগ আদায় করে নিয়েছে সে। এটি যে তার কেরিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।