• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

`বউকে বাঁচাতে চিতা থেকে বেঁচে উঠল স্বয়ম্ভু! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র দুর্ধর্ষ পর্ব

Published on:

Jagadhatri serial new twist Swambhu is alive new promo on air

Jagadhatri serial new twist Swambhu is alive new promo on air: এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার  (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক টানটান উত্তেজনা। বিশেষ করে ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভুর মৃত্যু ঘিরে যে রহস্য ঘনিভূত হয়েছে তা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই সিরিয়ালের দর্শকরা। তাই এই সিরিয়ালের একটাও পর্ব এখন মিস করছেন না দর্শক।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সম্প্রতি দিব্যা সেন চক্রান্ত করেই ভাড়া করা গুন্ডা দিয়ে প্রকাশ্য দিনের আলোয় গুলি করেছিল স্বয়ম্ভুকে। সেই থেকে বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিছানায়  মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সিরিয়ালের প্লট অনুযায়ী  চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করেই ধারাবাহিকের মৃত্যু দেখানো হয় নায়ক স্বয়ম্ভুর।

Jagadhatri serial new twist Swambhu is alive new promo on air

কিন্তু ভুলে চলবে না বাংলা সিরিয়ালের ইতিহাসে নায়ক-নায়িকাদের চিতা থেকেও বেঁচে ওঠার ঘটনা ইতিপূর্বে দেখা গিয়েছে বহুবার। জগদ্ধাত্রীতেও যে তেমনই কিছু হতে চলেছে তা আগেই বেশ ভালো রকম আন্দাজ করেছিলেন দর্শকদের একটা বড় অংশ। বিশেষ করে গত পর্বে জগদ্ধাত্রী এবং কৌশিকীর কথোপকথন শুনে দর্শক আগেই আন্দাজ করেছিলেন আসলে মৃত্যু হয়নি স্বয়ম্ভুর। সবটাই আসলে জগদ্ধাত্রীর পাতা ফাঁদ।

এরই মধ্যে জল্পনাকে সত্যি করেই এসে গিয়েছে এই জগদ্ধাত্রী সিরিয়ালের একটি নতুন প্রোমো। এই প্রোমোতে  দেখা যাচ্ছে শ্মশানে সাজিয়ে রাখা হচ্ছে স্বয়ম্ভুর চিতা। আর সেখানেই দাঁড়িয়ে জগদ্ধাত্রী ফোনে কাউকে বলছে যে সে শ্মশানে পৌঁছে গিয়েছে। তখনই তার দিকে বন্দুক তাক করে ধরে একদল গুন্ডা। তারা কে জানতে চাইলে জগদ্ধাত্রীকে তারা বলে ওঠে, ‘তোর বরের পিঠে গুলি করেছি এবার তোর কপালে’।

আরও পড়ুনঃ বাস্তবেই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’, গোপনেই বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ফাঁস হল ছবি

Jagadhatri serial new twist Swambhu is alive new promo on air

জগদ্ধাত্রীকে চরম বিপদে দেখা মাত্রই চিতা থেকে লাফিয়ে জগদ্ধাত্রী বলে চিৎকার করে ওঠে স্বয়ম্ভু। চিতা থেকে স্বয়ম্ভুর বেঁচে ওঠার এই দৃশ্য দেখে ততক্ষণে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে বন্দুকধারী গুন্ডাদের। অন্যদিকে চিতা থেকে উঠে ততক্ষণে বন্দুক নিয়ে গুলি চালানো শুরু করে দিয়েছে স্বয়ম্ভু। জগদ্ধাত্রীতে স্বয়ম্ভুর এমন ফাটাফাটি কামব্যাক দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা।

আরও পড়ুনঃ বুড়ি থেকে ছুঁড়ি ‘ইন্দুবালা’! স্বল্প পোশাকে মম টু বি শুভশ্রীর বোল্ড ছবিতে ঝড় উঠল নেটপাড়ায়

Jagadhatri serial new twist Swambhu is alive new promo on air

তাই এই প্রোমো দেখে কমেন্টে কেউ লিখেছেন ‘উফ দারুণ এটাই চেয়েছিলাম’। তো কেউ লিখেছেন ‘এটা আমিও জানতাম। খুব ভালো আর এটাই চেয়েছিলাম’। তো কেউ লিখেছেন ‘এটা আমি সেই আগে থেকেই ভেবেছিলাম যে স্বয়ং মারা যায়নি পুরোটাই ফাঁদ আর সেটাই হল।’ তো কেউ আবার জানিয়েছেন এই প্রমোটা দেখে তার মা খুশি হয়েছে তো কেউ আবার জানিয়েছেন তার শাশুড়ি খুশি হয়েছে।

কেউ আবার রসিকতা করে লিখেছেন ‘মানুষ জ্যান্ত হওয়া একমাত্র জি বাংলাতেই সম্ভব’। তো কারও মন্তব্য ‘জানতাম এটাই হবে। বিগত ৯ বছর ধরে বিভিন্ন সিরিয়াল দেখে দেখে এখন সব বুঝে গেছি। যে কোন এপিসোড-এর পর কি হয়। আর  কার পর কোন  ডায়লগ হবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥