List of Serials based on Bengali Literature: এখনকার দিনের বেশিরভাগ বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই সাংসারিক কুট কচালি কিংবা পরকীয়া। কিন্তু একটা সময় ছিল যখন বাংলা সিরিয়ালগুলি তৈরি হতো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ গুলিকে কেন্দ্র করে। বাংলা সাহিত্য নির্ভর বিষয় নিয়ে সিরিয়াল করেই সুপারহিট হয়েছে বেশ কিছু মেগা সিরিয়াল। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই বেশ কয়েকটি বাংলা সাহিত্য নির্ভর (Literature Based) জনপ্রিয় বাংলা সিরিয়ালের তালিকা।
সুবর্ণলতা (Subarnalata): বাংলা সাহিত্যের অন্যতম উজ্বল নক্ষত্র হলেন লেখিকা আশাপূর্ণা দেবী। তাঁরই অনবদ্য সৃষ্টি সুবর্ণলতা অবলম্বনে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতো সুবর্ণলতা নামের অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল। যা বাংলা সিরিয়ালের জগতে অন্যতম সুপারহিট সিরিয়াল। ধারাবাহিকে সুবর্ণলতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী।
দেবী চৌধুরানী (Debi Choudhurani): বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী। সিনেমার পাশাপাশি এই অমূল্য সৃষ্টি নিয়ে তৈরী হয়েছে বাংলা সিরিয়ালও। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এমনই একটি সুপারহিট মেগা সিরিয়াল ছিল বেদি চৌধুরানী। এই ধারাবাহিকে দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামনি সাহা। আর তাঁর বিপরীতে ব্রজেশ্বরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাহুল মজুমদার।
কপাল কুন্ডলা (Kopalkundola): সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমূল্য সম্পদ কপালকুণ্ডলা অবলম্বনে তৈরী হয়েছে একাধিক সিনেমা। তেমনি বিখ্যাত এই উপবিন্যাস অবলম্বনে টোরি হয়েছিল স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল কপালকুণ্ডলা। ধারাবাহিকে কপালকুণ্ডলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রীসৌমি চ্যাটার্জী এবং নবকুমারের ভূমিকায় ছিলেন অভিনেতা শৌনক রায়।
আরও পড়ুনঃ দুর্দান্ত অভিনয় সত্ত্বেও সিনেমায় মেলেনি ভালো সুযোগ! ৯০ বছরে এসে আক্ষেপ ‘জন্মভূমি’র পিসিমার
ক্ষীরের পুতুল (Khirer Putul): বাংলার শিশু সাহিত্যের অন্যতম এক অমূল্য সম্পদ হল অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল। রুপকথার কাহানি অবলম্বনে লেখা এই কল্প উপন্যাসের সুয়োরানী আর দুয়োরানির গল্প মানেই মনের মাঝে ভীড় করে আসা নস্টালজিয়া। এই কাহিনী অবলম্বনেই জী বাংলার পর্দায় সম্প্রচারিত হত ক্ষীরের পুতুল সিরিয়ালে। এই ধারাবাহিকে সুয়োরানী সাগরিকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী আর দুয়োরানি সুধা হয়েছিলেন সুদীপ্তা রায়। তাদের রাজা হয়েছিলেন অভিনেতা সুমন দে।
কেয়া পাতার নৌকো (Keya Patar Nouka): বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক হলেন প্রফুল্ল রায়। তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ‘কেয়া পাতার নৌকো’ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। যা নিয়ে একসময় জি বাংলার পর্দায় তৈরী হয়েছিল অন্যতম সেরা সাহিত্য নির্ভর বাংলা সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’। এই ধারাবাহিকে নায়িকা কিরণের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী আর তাঁর বিপরীতে সোনাবাবুর চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা দেবোত্তম মজুমদার।
চোখের বালি (Chokher Bali): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ‘চোখের বালি উপন্যাস নিয়েও জি বাংলার পর্দায় তৈরী হয়েছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘চোখের বালি’। ধারাবাহিকে বিহারির চরিত্রে অচিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ।
মাহেন্দ্র হয়েছিলেন রোহিত সামন্ত। আর সুদীপ্তা রায় সেজেছিলেন আশালতা আর বিনোদিনীর ভূমিকায় ছিলেন তানিয়া গাঙ্গুলি। এছাড়া এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে জি বাংলার ‘পান্ডব গোয়েন্দা’ কিংবা স্টার জলসার ‘বিক্রম বেতাল’ এর নাম।