• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শয়তানি মিশকাকে টাইট দিতে সোনা-রুপাই যথেষ্ট, ‘অনুরাগের ছোঁয়া’ আগাম পর্ব দেখে খুশি দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa teach a lesson to Mishka

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের প্রাণ ভোমরা বলা হয় ছোট্ট সোনা-রূপাকে। সূর্য-দীপার দুই মেয়ে আস্তে আস্তে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে। এই বয়সেই তারা যেভাবে ‘পচা আন্টি’ থুড়ি মিশকাকে শায়েস্তা করে তা দেখতে ভীষণ পছন্দ করেন সকলে। অতীতে বহুবার বুদ্ধি খাটিয়ে মিশকাকে জব্দ করেছে সোনা-রূপা। আসন্ন পর্বে ফের একবার দুই খুদের কামাল দেখতে পাবে সকলে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সূর্য-দীপা ফের এক হতেই নতুন ফন্দি এঁটেছে মিশকা (Mishka)। ল্যাব থেকে সূর্যর (Surjya) স্পার্ম নিয়ে অবৈধভাবে গর্ভবতী হয়েছে সে। যদিও সবার সামনে সে বলছে, সূর্য এবং তার ঘনিষ্ঠতার ফসল হল তার গর্ভের সন্তান। তবে দীপা (Deepa) নিশ্চিত মিশকা মিথ্যে বলছে। কিন্তু মিশকার আত্মবিশ্বাস দেখে দীপার মনেও প্রশ্ন জেগেছে, সে এত জোর দিয়ে কীভাবে সব কথা বলছে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa Sona and Rupa

সেই জন্য এবার প্রমাণ জোগাড় করতে সোজা গিয়ে মিশকার বাড়িতে হাজির হয়েছে দীপা। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছিল, সোনা (Sona)-রূপাকে (Rupa) সঙ্গে নিয়ে দীপা কোথাও একটা যাচ্ছে। সেনগুপ্ত বাড়িতে ঠিক করে না বলেই সে মেয়েদের নিয়ে বেরিয়ে যায়। এবার দেখা যাবে সোজা গিয়ে মিশকার বাড়িতে হাজির হয়েছে তিনজন।

আরও পড়ুনঃ আচমকাই শেষ হচ্ছে ইচ্ছে পুতুল, দর্শকদের চিন্তা বাড়তেই মুখ খুললেন নায়ক সৌরনীল

হাতে করে আবার আইসক্রিমও নিয়ে গিয়েছে দীপা। কারণ আগের দিন রাতে সূর্যকে ফোন করে মিশকা আইসক্রিম খাওয়ার কথা বলেছিল। তবে মিশকা আশা করেছিল, সূর্য হয়তো আসবে। কিন্তু দরজা খুলে দেখে সোনা-রূপাকে নিয়ে দীপা এসেছে। সঙ্গে সঙ্গে তার মনের সব আনন্দ গায়েব হয়ে যায়।

আরও পড়ুনঃ তিন বছরেই ভাঙ্গনের পথে সংসার? সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পর্দার ‘লালন’ ইন্দ্রাশিস

Anurager Chhowa, Anurager Chhowa Sona and Rupa

আজকের পর্বে দেখতে পাবেন, সোনা-রূপা মিশকার পুরো ঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। এরপর ‘পচা আন্টি’র কাছে তারা প্যানকেকের বায়না করে। সেকথা শুনে মিশকা অর্ডার করার কথা বলে। কিন্তু তখনই সোনা-রূপা তার ফোন করে নেয়। তখন বাধ্য হয়ে মিশকা রান্নাঘরে রান্না করতে যায়।

কিন্তু সেখানেও শান্তি নেই! রান্নাঘরে গিয়েও মিশকাকে নাজেহাল করে দেয় সোনা-রূপা। সেই সুযোগ কাজে লাগিয়ে মিশকার বাড়িতে প্রমাণের খোঁজ করতে থাকে দীপা। অনেক খোঁজার পর দীপার হাতে কিছু না এলেও সে মিশকার ডাক্তারের খোঁজ পেয়ে যায়। এবার দেখা যাক, ডাক্তারের কাছ থেকে দীপা আসল সত্যি বের করতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥