• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন বছরেই ভাঙ্গনের পথে সংসার? সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পর্দার ‘লালন’ ইন্দ্রাশিস

Updated on:

Indrasish Roy,Souravi Tarafdar,Divorce,Dhulokona,Lalan,Tollywood,Actor,Tollywood actor,News,ইন্দ্রাশিস রায়,সৌরভী তরফদার,ডিভোর্স,বিবাহবিচ্ছেদ,ধুলোকণা,লালন,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,টলিউডের খবর,Indrasish Roy divorce,Indrasish Roy Souravi Tarafdar,Entertainment,Entertainment news,Bangla khobor,ইন্দ্রাশিস রায় সৌরভী তরফদার,ইন্দ্রাশিস রায়ের ডিভোর্স,ইন্দ্রাশিস রায়ের বিবাহবিচ্ছেদ,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। আচমকা সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করে অনুরাগীদের চমকে দেন বহু তারকা। পুজোর আগেই যেমন টলিপাড়া থেকে এমনই একটি খারাপ খবর শোনা যাচ্ছে। জানা গিয়েছে, জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়ের (Indrasish Roy) বিয়ে নাকি ভাঙতে চলেছে।

স্টার জলসার ‘ধুলোকণা’ (Dhulokona) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ইন্দ্রাশিস। সেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর এখনও অনেকে তাঁকে ‘লালন’ (Lalan) নামেই মনে রেখে দিয়েছেন। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির সদা হাস্যময় এই অভিনেতার সংসার ভাঙার খবরে তাই স্বাভাবিকভাবেই দুঃখ পেয়েছেন অনেকে।

Indrasish Roy Souravi Tarafdar, Indrasish Roy wife, Indrasish Roy divorce

ইন্দ্রাশিসের স্ত্রী সৌরভী তরফদার (Souravi Tarafdar) বিনোদন জগতের মানুষ নন। একটি বেসরকারি সংসার উচ্চপদে চাকরি করেন তিনি। ২০২১ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন দু’জনে। তার আগে প্রায় ১০ বছর সম্পর্কে ছিলেন ইন্দ্রাশিস এবং সৌরভী। এক দশকেরও বেশি সময় সম্পর্কে থাকার পর এই তারকাজুটির বিয়ে ভাঙছে (Divorce) শুনে অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ ঋতুপর্ণা-রচনার জন্য নায়িকা হতে পারিনি! সাক্ষাৎকারে বোমা ফাটালেন লকেট চট্টোপাধ্যায়

শোনা যাচ্ছে, ইন্দ্রাশিস এবং সৌরভীর মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই নাকি তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে খবর। দু’জনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলে দেখা যাচ্ছে, বহু দিন হয়ে গিয়েছে একসঙ্গে কোনও ছবি আপলোড করেননি তাঁরা। শুধু তাই নয়, এই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘ধুলোকণা’ অভিনেতা নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই জন্য চিড় ধরেছে তাঁর দাম্পত্যে।

আরও পড়ুনঃ পোড়া কপাল, মিশকার চালে আবারও তছনছ সূর্য-দীপার সংসার! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Indrasish Roy Souravi Tarafdar, Indrasish Roy wife, Indrasish Roy divorce

ইন্দ্রাশিস-সৌরভীর ডিভোর্সের খবরে সোশ্যাল মিডিয়া উত্তাল হলেও দু’জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ইন্দ্রাশিসকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকে। এরপর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। তবে সদ্য ‘জল থই থই ভালোবাসা’র হাত ধরে ফের ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেতা। পাশাপাশি বড়পর্দাতেও কাজ করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥