• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হওয়ার অযোগ্য, সূর্যর থেকে চিরকালের মতো মুখ ফেরালো সোনা! ফাঁস চোখ ধাঁধানো পর্ব

ফের একবার বাবা হিসেবে সোনার মন ভেঙে দিল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য। গত পর্বেই দেখানো হয়েছিল, দীপাকে ছেড়ে সূর্যর কাছে চলে এসেছিল সোনা। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না সে। সৌজন্যে মিশকার প্রতি সূর্যর টান! ফের একবার নিজের প্রিয় বান্ধবীর জন্য সন্তানকে হারালো সূর্য।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপার কাস্টডির জন্য আদালতে লড়াই করছে সূর্য-দীপা। মেয়েদের ফিরিয়ে আনতে সূর্য মরিয়া হয়ে উঠলেও, দীপা এবার মা হিসেবে নিজের অধিকার ছাড়তে নারাজ। সেই কারণে সোনা-রূপার পড়াশোনার পিছনে খরচ করা সূর্যর যাবতীয় টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa getting ready for dance competition

নিজের লক্ষ্য পূরণের জন্য একটি নাচের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে দীপা (Deepa)। উদয়াস্ত এখন শুধু নাচের প্র্যাকটিস করে চলেছে সে। একদিকে দীপা যখন মেয়েদের জন্য এত পরিশ্রম করছে, তখন সোনা তাকে ছেড়ে বাবার কাছে চলে যায়। তবে সেনগুপ্ত বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলো না সে। আবার দীপার কাছে ফিরে এল।

আরও পড়ুনঃ এবার হবে ট্রিপল ধামাকা, ছোট পর্দায় একসাথে শ্রুতি-ত্বরিতা-শ্যামৌপ্তি! ছবি ফাঁস হতেই খুশি ভক্তরা

আজকের পর্বে দেখতে পাবেন, সূর্য (Surjya) দীপাকে বলছে, রূপা যেভাবে বড়দের সঙ্গে কথা বলে সেটা একেবারেই ঠিক না। সেদিক থেকে সোনা অনেক নম্র। রূপাও (Rupa) যদি সূর্যর সঙ্গে থাকে তাহলে রূপাও শুধরে যাবে। এটা নিয়ে কিছুক্ষণ কথাকাটাকাটি হওয়ার পর দীপা আর রূপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়।

Anurager Chhowa Deepa and Sona

তবে মিশকা (Mishka) এই দৃশ্য দেখে চিন্তায় পড়ে যায়। সে ভাবে, এমনটা হলে তো সূর্য-দীপার মধ্যেকার আইনি লড়াই বন্ধ হয়ে যাবে। তাই ইচ্ছা করে সে সোনার সামনে চলে আসে। এরপর সোনা তার হাত ধরে টান মারতেই সে পড়ে যাওয়ার মিথ্যে নাটক শুরু করে।

আরও পড়ুনঃ ‘আমি মোটেই সিঙ্গেল নই’! দিব্যজ্যোতির সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই বোমা ফাটালেন সৌমিলি

তা দেখে সোনা সূর্যকে মিশকার সঙ্গে যেতে বারণ করে। কিন্তু সূর্য সেকথা না শুনে মিশকাকে নিয়ে উপরে চলে যায়। এটা দেখে প্রচণ্ড রেগে যায় সোনা। সে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে ছুটে আসে দীপা। মা-কে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায় সোনা। দীপাকে জড়িয়ে ধরে বলে, এবার থেকে সে মায়ের সঙ্গেই থাকবে।