• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার হবে ট্রিপল ধামাকা, ছোট পর্দায় একসাথে শ্রুতি-ত্বরিতা-শ্যামৌপ্তি! ছবি ফাঁস হতেই খুশি ভক্তরা

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) অত্যন্ত পরিচিত মুখ। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগেই শেষ হয়েছে শ্যামৌপ্তির সিরিয়াল ‘গুড্ডি’র (Guddi) সম্প্রচার। স্টার জলসার এই ধারাবাহিকে রণজয় বিষ্ণুর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই সিরিয়াল শেষের কয়েক মাসের মাথাতেই ছোটপর্দায় হাজির হচ্ছেন তিনি।

‘গুড্ডি’ শেষের পর স্টার প্লাসের ‘ঝনক’ সিরিয়ালে ক্যামিও রোলে দেখা গিয়েছিল রণজয়-শ্যামৌপ্তিকে। এরপর আর ছোটপর্দায় দেখা মেলেনি তাঁর। অনেকদিন ধরে তাঁর কামব্যাকের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জি বাংলার (Zee Bangla) হাত ধরে আবারো দর্শকদের সামনে ফিরছেন শ্যামৌপ্তি।

   

Shyamoupti Mudly in coming on Didi No 1

তবে ‘গুড্ডি’ একা নন, তাঁর সঙ্গে রয়েছে বাংলা টেলিভিশনের আরও তিন জনপ্রিয় নায়িকা। তাঁরা হলেন, শ্রুতি দাস (Shruti Das), ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee) এবং রূপসা মুখোপাধ্যায় (Roupsha Mukhopadhyay)। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কোথায় দেখা যাবে এই চার নায়িকাকে? তাহলে বলে রাখি, কোনও সিরিয়াল কিন্তু নয়, বরং জি বাংলার ‘দিদি নম্বর ১’এ (Didi No 1) একসঙ্গে হাজির হবেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘আমি মোটেই সিঙ্গেল নই’! দিব্যজ্যোতির সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই বোমা ফাটালেন সৌমিলি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রূপসা, ত্বরিতা এবং শ্রুতির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্যামৌপ্তি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা খুব শীঘ্রই আসছি জি বাংলার ‘দিদি নম্বর ১’র পর্দায়’। রচনার শোয়ে প্রিয় অভিনেত্রীদের আসার খবরে ভীষণ খুশি হয়েছেন অনুরাগীরা। যদিও সেলিব্রিটি স্পেশ্যাল এই এপিসোড টিভির পর্দায় কবে দেখানো হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ‘গুড্ডি’র হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেলেও এর আগেও বহু হিট বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন শ্যামৌপ্তি। তাঁর ঝুলিতে রয়েছে ‘দাসী’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘চোখের বালি’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ধ্রুবতারা’র মতো ধারাবাহিকের নাম।

আরও পড়ুনঃ পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, প্রেম করছেন ‘তোমাদের রাণী’র অভিকা-অর্কপ্রভ! জোর জল্পনা নেটপাড়ায়

Shyamoupti Mudly in coming on Didi No 1

তবে ‘গুড্ডি’তে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যান শ্যামৌপ্তি, সিরিয়াল শেষ হয়ে গেলেও অনেকে তাঁকে গুড্ডি নামেই মনে রেখে দিয়েছেন। শ্যামৌপ্তির নতুন ধারাবাহিকের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এবার দেখা যাক, সেই অপেক্ষার অবসান কবে হয়।