• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি মোটেই সিঙ্গেল নই’! দিব্যজ্যোতির সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই বোমা ফাটালেন সৌমিলি

Published on:

Soumily Chakraborty says I am not single amid relationship rumours with Dibyojyoti Dutta

যা রটে তার কিছু তো ঘটে, কমবেশি আমরা প্রত্যেকেই শুনেছি এই কথা। মাসদুয়েক ধরে যেমন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং সৌমিলি চক্রবর্তীর (Soumily Chakraborty) প্রেমের খবর রটছে সোশ্যাল মিডিয়ায়। জোর গুঞ্জন, অনস্ক্রিন শ্যালিকা সঙ্গে প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য (Surjya)। সত্যিই কি তাই? এবার নিজের ‘মনের মানুষ’র নাম ফাঁস করলেন সৌমিলি নিজেই।

দিব্যজ্যোতির প্রেমজীবন বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। একটা সময় সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। এখন আবার শোনা যাচ্ছে, সৌমিলিকে মন দিয়েছেন তিনি। মাসদুয়েক আগে পর্দার ঊর্মির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নায়ক। ক্যাপশনে লিখেছিলেন, ‘সূর্য+ঊর্মি= সূর্মি’। এরপর থেকেই শোনা যেতে থাকে তাঁদের প্রেমের গুঞ্জন।

Anurager Chhowa Soumily Chakraborty opens up about her relation with Dibyojyoti Dutta

এসবের মাঝেই সম্প্রতি ওভারকোট গায়ে ইনস্টগ্রামে একটি ছবি শেয়ার করেন সৌমিলি। খোলা চুলে কোন একটি রেস্তোরাঁ বা ক্যাফেতে বসে আছেন অভিনেত্রী। তবে নজর কেড়েছে পর্দার ঊর্মির ক্যাপশন। ছবিটি শেয়ার করে সৌমিলির সদর্প ঘোষণা, ‘আমি সিঙ্গেল নই’। কার সঙ্গে প্রেম করছেন তিনি? পরের লাইনেই ফাঁস করেছেন সেকথা।

আরও পড়ুনঃ ইশা নয় পর্ণার সিঁথিতে সিঁদুর দিল সৃজন, কেঁদে ভাসাচ্ছে বাবুউউর মা! টিভির আগেই ফাঁস সুপার ধামাকা পর্ব

Dibyojyoti Dutta and Soumily Chakraborty

সৌমিলি লেখেছেন, ‘আমি নিজেই নিজেকে ডেট করছি’। যদিও অভিনেত্রীর পোস্ট দেখে অনেকের অনুমান, তিনি হয়তো দিব্যজ্যোতির সঙ্গে ডেটে গিয়েছিলেন। একজন যেমন কমেন্ট করেছেন, ‘তুমি ঢ্যাড়া পিটিয়ে সবাইকে জানাতে চাও যে তোমরা ডেটে গিয়েছ? এটা মোটেও টিকবে না’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘হ্যাঁ জানি তুমি দিব্যজ্যোতিকে ডেট করছো’।

আরও পড়ুনঃ পর্দার সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, প্রেম করছেন ‘তোমাদের রাণী’র অভিকা-অর্কপ্রভ! জোর জল্পনা নেটপাড়ায়

ধারাবাহিকের তারকাদের প্রেমের গুঞ্জনে এমন মন্তব্য অবশ্য একেবারেই নতুন কিছু নয়। আসলে বেশিরভাগ দর্শকই চান, পর্দার জুটিরাই বাস্তবে প্রেম করুক। ‘মিঠাই’ খ্যাত আদৃত-কৌশাম্বীর প্রেমের গুঞ্জনের সময়েও অনেকে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন। এখন অবশ্য সেটা অনেকটা কমেছে। দিব্যজ্যোতি-সৌমিলির ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। তবে সত্যি সত্যিই ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক অনস্ক্রিন শ্যালিকা সঙ্গে প্রেম করছেন তা জানা যায়নি এখনও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥