• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাতির লোভে তছনছ করেছ সূর্য-দীপার সংসার, দর্শকদের হয়ে লাবণ্যর মুখে ঝামা ঘষল প্রবীর! ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Prabir blames Surjya and Labanya for Deepa’s pain

সূর্য-দীপার ডিভোর্স করিয়ে দর্শকদের দু’চোখের বিষ হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) লাবণ্য। আদর্শ শাশুড়ি থেকে সোজা খলনায়িকা হয়ে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া খুললেই এখন লাবণ্যর বিরুদ্ধে নানান রকমের পোস্ট চোখে পড়ে। এবার দর্শকদের হয়ে তার মুখে ঝামা ঘষে দিল খোদ প্রবীর!

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপার কাস্টডির জন্য আদালতে লড়ছে সূর্য-দীপা। মিশকার ছেলের পর এখন দুই মেয়েকেও নিজের কাছে চাই সূর্যর। তবে দীপাও (Deepa) এবার নিজের সিদ্ধান্তে অনড়। যাই হয়ে যাক না কেন, সোনা-রূপাকে সেনগুপ্ত বাড়ি যেতে দেবে না সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa fights with Surjya for Sona Rupa

আজকের পর্বে দেখতে পাবেন, আদালতে যাওয়ার আগে প্রবীরের রোষের মুখে পড়ে লাবণ্য আর সূর্য। প্রবীর বলে, সেদিন সূর্যর সইটা শুধু সূর্য-দীপার সম্পর্ক নয়, তার এবং লাবণ্যর সম্পর্কও ভেঙে দিয়েছে। ছেলে-বৌমার সম্পর্ক ভাঙার জন্য লাবণ্যকেই দায়ী করে সূর্যর বাবা।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, সত্যিই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! টিভির আগেই ফাঁস অন্তিম পর্বের টুইস্ট

প্রবীরের মুখে এসব শুনেও অবশ্য চোখ খোলে না সূর্যর। সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। এরপর আদালতে লাবণ্যর মুখোমুখি হয় দীপা। শাশুড়িকে প্রণাম করে সে বলে, আমায় আশীর্বাদ করুন মা যাতে আমি আপনাকে এবং আপনার ছেলেকে হারাতে পারি। সেকথা শুনে লাবণ্য বলে, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে দীপা।

Anurager Chhowa Prabir blames Labanya

এরপর সবাই কোর্ট রুমে চলে যাওয়ার পর সেখানে এসে হাজির হয় মিশকা এবং তার পাপাই। সূর্যর উকিলের সঙ্গে হাত মেলায় তারা। বোঝাই যাচ্ছে, সূর্যর কেস হারা এখন স্রেফ সময়ের অপেক্ষা। কারণ মিশকা কিছুতেই সোনা-রূপার ঝামেলা নিজের কাঁধে নিতে চায় না। সে চায়, শুধু তার ছেলে সূর্যর ভালোবাসা পাক।

আরও পড়ুনঃ তারার গর্ভে আকাশের সন্তান, বোনের সাথে স্বামীর বিয়ে দেবে সন্ধ্যা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Anurager Chhowa Mishka's father with Surjya's lawyer

সব মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’য় যে এখন দারুণ জমজমাট ট্র্যাক হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। দীপার এই প্রতিবাদী সত্ত্বা দেখতে দারুণ পছন্দ করছেন দর্শকরা। সূর্যর সব অপমান মুখ বুজে না সহ্য করে সে যেভাবে পাল্টা লড়াই করছে তা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥