• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার পৌষমাস, শয়তানি মিশকার সর্বনাশ! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র সুপারধামাকা পর্ব

Updated on:

Anurager Chhowa Surja Deepa Romance in Kitchen Mishka crying for food

নিত্যনতুন চমক দেওয়ায় স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির জুড়ি মেলা ভার। এখন সিরিয়ালের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। একদিকে সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য নতুন ফন্দি আঁটছে মিশকা, অন্যদিকে দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি আসছে সূর্য-দীপা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সদ্য মিশকাকে (Mishka) জেল থেকে বের করেছে সূর্য-দীপা। তবে জেল থেকে ছাড়া পেয়ে মিশকার লক্ষ্য হল সেনগুপ্ত বাড়িতে যাওয়া। সেই জন্য নিজের সোসাইটির লোকজনদের পর্যন্ত ক্ষেপিয়ে তুলেছে সে। এবার শীঘ্রই লাবণ্যকে (Labanya) হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে এন্ট্রি নেবে মিশকা!

Anurager Chhowa Surjya and Deepa

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, অনেকদিন পর ফের আগের মতো সুন্দর মুহূর্তে ফিরে এসেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) জীবনে। সোনা-রূপা সহ পরিবারের সকলকে নিয়ে বেশ আনন্দে আছে দু’জনে। এর মাঝে সোনা-রূপা স্কুল না যাওয়ার জেদ করে। মেয়েদের বায়নার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় সূর্য-দীপা।

আরও পড়ুনঃ পুরুষ হয়েও নারীরূপে কাঁপিয়েছেন ছোটপর্দা, বাংলার সেরিয়ালেরই ৫ তারকার লেডি লুক ক্রাশ খাওয়ার মত

এরপর সবাই মিলে লাবণ্য যেখানে কনফারেন্স করছে সেখানে যাওয়ার পরিকল্পনা করে। অদ্ভুতভাবে সেদিন সেখানে হাজির হয় মিশকাও। হোটেলে খাবার খাওয়ার পর টাকা দিতে না পারলে ম্যানেজারের সঙ্গে তুমুল ঝামেলা লেগে যায় তার। এরপর লাবণ্য যখন জানতে পারে একজন প্রেগন্যান্ট মহিলা খাবার খেয়ে টাকা দিতে পারছে না তখন সে নিজে বিল মিটিয়ে দেয়।

আরও পড়ুনঃ TRP কমতেই চরম সিদ্ধান্ত, ‘জগদ্ধাত্রী’ ছেড়ে স্টার জলসার নতুন সিরিয়ালে যোগ দিলেন প্রধান অভিনেত্রী!

Anurager Chhowa Mishka and Labanya

এরপর লাবণ্য জানতে পারে, হোটেলে যে মেয়েটিকে ঘিরে ঝামেলা হচ্ছিল সে আসলে মিশকা। এদিকে লাবণ্যকে হাতের কাছে পেয়ে নিজের দুঃখের কাহিনী শোনাতে শুরু করে সে। তাকে সোসাইটি থেকে বের করে দেওয়ার ভিডিও দেখায় মিশকা। সম্পূর্ণ ঘটনায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ে লাবণ্য।

আসলে মিশকা ভালো করে জানে, তার গর্ভের সন্তানের প্রতি লাবণ্য বেশ দুর্বল। আর সেই বিষয়টাকেই হাতিয়ার করছে সে। তাহলে কি এভাবেই মিথ্যে অসহায়তার নাটক করে লাবণ্যর মাধ্যমে সেনগুপ্ত বাড়িতে এন্ট্রি নেবে মিশকা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥