অভিনয়ের (Acting) খাতিরে ছেলেদের মেয়ে সাজা অথবা মেয়েদের ছেলে সাজা বিষয়টি একেবারেই নতুন নয়। টলিউড তো বটেই একাধিক বলিউড অভিনেতা পর্যন্ত পর্দায় মহিলা সেজে হাজির হয়েছেন। সলমন খান থেকে শুরু করে গোবিন্দা, সেই তালিকায় নাম রয়েছে অনেকের। তবে আপনি কি জানেন, বাংলা সিরিয়ালের একাধিক অভিনেতাও (Bengali Serial Actor) কিন্তু চরিত্রের খাতিরে পর্দায় মেয়ে (Female) সেজে হাজির হয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ টেলি তারকার নাম তুলে ধরলাম আমরা।
প্রারব্ধী সিং (Prarabdhi Singha)- একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করা প্রারব্ধীকে এখন দেখা যাচ্ছে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’য়। নায়ক সূর্যর ভাই জয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি সেই প্রারব্ধীই মহিলাবেশে পর্দায় হাজির হয়েছিলেন। সোনা-রূপার মন থেকে মিশকার ভয় দূর করতে মিশকা সেজেছিল জয়। লাল শাড়ি, লাল লিপস্টিকে একেবারে লাস্যময়ী নারী হয়ে উঠেছিলেন প্রারব্ধী।

দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)- ‘অনুরাগের ছোঁয়া’র আগে আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন দিব্যজ্যোতি। ‘জয়ী’, ‘চুনী পান্না’, ‘দেশের মাটি’তে তাঁকে দেখেছেন দর্শকরা। এই ‘চুনী পান্না’ সিরিয়ালেই মহিলা বেশে দেখা গিয়েছিল দিব্যজ্যোতিকে। সালোয়ার-কামিজে পুরোদস্তুর নারী হয়ে উঠেছিলেন তিনি।
আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

প্রদীপ ধর (Pradip Dhar)- জি বাংলার জনপ্রিয় ‘নিম ফুলের মধু’র বটু সোনার কথা নিশ্চয়ই মনে আছে? সেই চরিত্রে অভিনয় করেছিলেন প্রদীপ ধর। পুলিশের চোখে ধুলো দিতে এই বটু সোনাই ‘ফুলমাসি’র রূপ ধারণ করেছিলেন। পরনে শাড়ি, মাথায় ঘোমটা, কপালে লাল টিপ- অনেকে আবার প্রদীপের সাজের সঙ্গে আইকনিক বিন্দু মাসি চরিত্রের মিল খুঁজে পেয়েছিলেন।

প্রতীক সেন (Pratik Sen)- বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন প্রতীক। ‘খোকাবাবু’, ‘মোহর’, ‘সাহেবের চিঠি’, ‘এক্কাদোক্কা’ সহ একাধিক সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। সেই প্রতীকই খোকাবাবু ধারাবাহিকে শাড়ি পরে ‘কান্তাবাই’ বেশে হাজির হয়েছিলেন।

সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)- জনপ্রিয় টেলি অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ও বেশ কয়েকবার পর্দায় মেয়ে সেজে হাজির হয়েছেন।

জি বাংলার জনপ্রিয় ‘মিঠাই’ ধারাবাহিকেই যেমন বুড়িমার বেশ ধারণ করেছিলেন অভিনেতা। পরনে সাদা শাড়ি, মাথায় সাদা চুল- এক ঝলক দেখে সত্যিই চেনা যাচ্ছিল না অভিনেতাকে।














