• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমতেই চরম সিদ্ধান্ত, ‘জগদ্ধাত্রী’ ছেড়ে স্টার জলসার নতুন সিরিয়ালে যোগ দিলেন প্রধান অভিনেত্রী!

গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল দেখাতে পারছে না জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জ্যাস সান্যালের ধারাবাহিককে গুনে গুনে গোল দিচ্ছে ফুলকি, পর্ণারা। বেঙ্গল টপার হওয়া তো দূর, গত সপ্তাহে দ্বিতীয় স্থানও অর্জন করতে পারেনি এই মেগা। এসবের মাঝেই শোনা গেল, ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেত্রী (Actress) নাকি স্টার জলসার নতুন সিরিয়ালে যোগ দিয়েছেন!

বছর শেষের আগে স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হতে চলেছে। ব্লুজ প্রোডাকশন, মিসিং ক্রু, ম্যাজিক মোমেন্টস মিলিয়ে মোট ৮টি নতুন সিরিয়াল আসছে বলে খবর। এর মধ্যে দু’টির প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। ‘তুমি আশেপাশে থাকলে’ এবং ‘গীতা এলএলবি’র ঝলক দেখে নিয়েছেন দর্শকরা।

   

Star Jalsha upcoming Bengali serial Tumi Ashe Pashe Thakle and Geeta LLB

রোহন-অঙ্গনা অভিনীত ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকটি ভৌতিক কাহিনী নির্ভর হতে চলেছে। অপরদিকে ‘গীতা এলএলবি’তে দেখানো হবে এক উঠতি উকিলের সংগ্রামের কাহিনী। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হিয়া মুখার্জি। তাঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে মডেল কুণাল শীলকে।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন

শুধু তাই নয়, ‘গীতা এলএলবি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা সুপ্রিয় দত্তকে (Supriyo Dutta) দেখা যাবে বলে খবর। এই মুহূর্তে তাঁকে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে স্বয়ম্ভূ এবং উৎসবের বাবা রাজনাথ মুখার্জির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে সুপ্রিয় একা নন, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের আরও এক তারকা ‘গীতা এলএলবি’তে থাকবেন।

আরও পড়ুনঃ কালীপুজোর আগেই সুখবর! টলিউড কাঁপিয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন ‘রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া

Kanchana Moitra might act in Star Jalsha upcoming serial Geeta LLB

সম্প্রতি স্টার জলসার এই আসন্ন ধারাবাহিকের প্রধান খলনায়িকার নাম ফাঁস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ‘গীতা এলএলবি’ সিরিয়ালে ভিলেনের চরিত্রে দেখা যাবে টলিপাড়ার নামী অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে (Kanchana Moitra)।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নায়িকা জ্যাসের সৎ মা শকুন্তলা সান্যালের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। খলনায়িকা হিসেবে কাঞ্চনা কতখানি দক্ষ তা অজানা নয় দর্শকদের। ‘গীতা এলএলবি’ সিরিয়ালে ভিলেন হিসেবে তিনি কী খেল দেখান সেটাই এবার দেখার।