• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে মারতে নতুন ফন্দি! তান্ত্রিক সাজে হাজির মিশকা, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka plans to kill Deepa again

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে মিশকাকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে সূর্যকে। অপরদিকে সবার চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে সে। এবার ধারাবাহিকে আসতে চলেছে আরও বড় টুইস্ট। কারণ ফের দীপাকে প্রাণে মারার জন্য নতুন ফাঁদ পেতেছে মিশকা।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই থানার বাইরে ছদ্মবেশে থাকা মিশকাকে দেখে নিয়েছে দীপা। এরপর থেকেই মিশকার পর্দা ফাঁস করার জন্য উঠেপড়ে লেগেছে সে। প্রমাণ জোগাড় করতে তবলাকে নিয়ে মিশকার (Mishka) বাড়িতেও গিয়েছিল দীপা। কিন্তু সেটা মিশকা দেখে ফেলে। এরপর পাড়ার একজনের সাহায্য নিয়ে পুলিশে খবর দেয়।

Anurager Chhowa, Anurager Chhowa Mishka as Buri maa

অপরদিকে মিশকার বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে তবলা আর দীপা (Deepa)। এরপর আচমকাই তবলা দেখতে পায় পুলিশ আসছে। সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দু’জন পালিয়ে যায়। কিন্তু সেই সময় দীপার শাড়ির ছেঁড়া টুকরো জানলায় আটকে যায়। তা দেখে ফেলে পুলিশ।

আরও পড়ুনঃ বাপ্পি লাহিড়ীর নাতিকে নিয়ে বিরাট ঘোষণা! ‘ড্রামা কুইন’ রাখির কান্ড দেখে রাগে ফুঁসছে নেটিজেনরা

পুলিশের চোখে ধুলো দিতে দীপা সঙ্গে সঙ্গে নিজের শাড়ি বদলে ফেলে। যে কারণে পুলিশ তাকে ধরতে পারে না। কিন্তু অফিসার দীপার ছেঁড়া শাড়ির টুকরো ল্যাবে পাঠানোর কথা বলে। ওদিকে দীপা তবলাকে সেই শাড়ি নষ্ট করে দেওয়ার কথা বলে।

আরও পড়ুনঃ সন্ধ্যার জীবন তছনছ করতে দ্বিতীয় বউ নিয়ে এলো আকাশনীল! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Deepa shocked

অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে আসে দীপার সৎ মা রত্না দেবী। তাকে দেখে সবাই দুষতে থাকে। এমনকি ঊর্মিও নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু তখন রুখে দাঁড়ায় রূপা। সে বলে, বাড়ির সবাই এমন ব্যবহার করলে দিদা কখনওই তার মা-কে ভালোবাসবে না। একথা শুনে মন গলে যায় রত্নাদেবীর। রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সে আর কখনও কোনও খারাপ কাজ করবে না।

Anurager Chhowa, Anurager Chhowa Mishka and Ratna Debi

এরপর মেয়ের মঙ্গল কামনা করে এক মন্দিরে পুজো দিতে যায় রত্নাদেবী। সেখানে এক মহিলা সাধিকার সঙ্গে দেখা হয় তার। এই সাধিকাই হল মিশকা। সে দীপাকে মারার জন্য নতুন চক্রান্ত কষছে। সাধিকারূপী মিশকা রত্নাদেবীকে বলে, তার মেয়েকে রাতের বেলা একা আসতে হবে। সেটা করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সেকথায় বিশ্বাস করে রাজি হয়ে যায় দীপার মা। রত্নাদেবীর এই ভুলে দীপা কোন নতুন বিপদের সম্মুখীন হয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥