• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্ধ্যার জীবন তছনছ করতে দ্বিতীয় বউ নিয়ে এলো আকাশনীল! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha,Bengali serial,Sandhyatara,Sandhya,Tara,Akashneel,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,Nayantara,স্টার জলসা,বাংলা সিরিয়াল,সন্ধ্যাতারা,সন্ধ্যা,তারা,আকাশনীল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,নয়নতারা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সন্ধ্যা, আকাশনীল এবং তারার জীবনের টানাপোড়েন এখন চরমে উঠেছে। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। ইতিমধ্যেই সন্ধ্যা (Sandhya) এবং তারার (Tara) আসল পরিচয় জেনে গিয়েছে আকাশ। আর তারপর থেকেই দু’জনকে ভুল বুঝছে সে। শুধু তাই নয়, সন্ধ্যা-তারার জীবন তছনছ করে দেওয়ার শপথও নিয়েছে আকাশ।

জনপ্রিয় এই ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সন্ধ্যাকে বাধ্য হয়ে বিয়ে করলেও আকাশ (Akashneel) এখনও মনে মনে তারাকেই ভালোবাসে। যদিও সে এতদিন জানতো না, সন্ধ্যা এবং তারা আসলে দুই বোন। কিন্তু সম্প্রতি এই সত্যের মুখোমুখি হয়েছে সে। বাধ্য হয়ে তাকে সবটা বলেছে তারা।

Sandhyatara, Sandhyatara serial Tara and Akashneel

সমস্ত সত্যি জানার পর রুদ্ররূপ ধারণ করে আকাশ। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শপথ নেয়, সন্ধ্যা এবং তারা দু’জনকেই শাস্তি দেবে সে। আকাশ প্রথমে ঠিক করেছিল, সন্ধ্যার জন্য আয়োজন করা পার্টিতেই তারার আসল পরিচয় ফাঁস করবে সে। কিন্তু শেষ অবধি সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারে না সে। আর তখনই আকাশের মুখ থেকে বেরিয়ে আসে নয়নতারার নাম। এবার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে এই নয়নতারা (Nayantara)।

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, সন্ধ্যা এবং আকাশের জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছে বিজয়া মাঠান, শৈলরা। এই ফাঁকে সন্ধ্যাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেওয়ার চেষ্টা করে আকাশের বাবা, কাকারা। সেই ঝামেলা মিটতে না মিটতেই নয়নতারাকে নিয়ে বাড়িতে এন্ট্রি নেয় আকাশ।

Sandhyatara, Sandhyatara serial Akashneel and Nayantara

আসন্ন পর্বে দেখতে পাবেন, আকাশ বলছে, ‘এক ঢিলে দুই পাখি মারবো এবার। সন্ধ্যা আর তারাকে একসাথে জব্দ করার দাওয়াই আনবো বাড়িতে’। অপরদিকে দেখা যায় সন্ধ্যা তারাকে বলছে, ‘আমার বরকে যে ছিনিয়ে নিতে চায় সেই তারাকে তুই আমার সামনে আনবি কিনা বল?’ তখনই দরজায় দাঁড়িয়ে আকাশ বলে, ‘আমিই নিয়ে এসেছি আমার তারাকে’।

সেকথা শুনে অবাক হয়ে যায় তারা। সে মনে মনে বলে, ‘আমিই তো ওর তারা। আবার কাকে আনলো আকাশ?’ সতীন এসেছে শুনে ছাতা নিয়ে তেড়ে যায় সন্ধ্যা। তখনই দেখা যায় নয়নতারার মুখ। তাকে দেখে চোখ বড় বড় হয়ে যায় সন্ধ্যার। প্রসঙ্গত, আকাশের নকল প্রেমিকা তথা নয়নতারার চরিত্রে অভিনয় করছেন ‘উমা’, ‘পঞ্চমী’ খ্যাত শিঞ্জিনী দাস। তাঁর এন্ট্রির পর সন্ধ্যা, আকাশ এবং তারার জীবনে নতুন কোন ঝড় ওঠে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥