• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ্পি লাহিড়ীর নাতিকে নিয়ে বিরাট ঘোষণা! ‘ড্রামা কুইন’ রাখির কান্ড দেখে রাগে ফুঁসছে নেটিজেনরা

ভারতীয় সঙ্গীত জগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। তিনি যে কত আইকনিক গানের স্রষ্টা তা গুনে শেষ করা যাবে না। তবে অনেকেই হয়তো জানেন না, ‘বাপ্পিদা’র নাতি রেগো বি-ও (Rego B) একজন জনপ্রিয় গায়ক। মাত্র ১৫ বছর বয়সেই তিনি একজন তারকা হয়ে গিয়েছেন। বছর দুয়েক আগে রিলিজ করেছিল তাঁর গান ‘বাচ্চা পার্টি’। এতখানি সময় লাইমলাইট থেকে দূরে থাকার পর ফের নিজের নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি।

‘বাচ্চা পার্টি’ রিলিজের সময় রেগো বি-র সঙ্গে প্রচার চালিয়েছিলেন বাপ্পি লাহিড়ীও। তবে এবার পাশে দাদু নেই। বরং রেগো বি-র নতুন গানের হয়ে প্রচার চালাচ্ছেন বলিউডের (Bollywood) বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এইদিন ‘সেবা সেবা’র প্রচার করার সময় সংবাদমাধ্যমের সঙ্গে রেগো বি-র পরিচয় করিয়ে রাখি বলেন, ‘এ হল বাপ্পিজির বংশধর। ওনার রক্ত হয়েছে এর মধ্যে’।

   

Rakhi Sawant and Bappi Lahiri grandson, Rakhi Sawant and Rego B

সেই সঙ্গেই জুনিয়র লাহিড়ীর নতুন গানে কোমর দোলাতেও দেখা যায় রাখিকে। মাঝখানে আবার বাপ্পি লাহিড়ীর কাট আউট জড়িয়ে ‘বাপ্পি দা’ বলে চিৎকারও করেন ওঠেন তিনি। অপরদিকে রেগো আবার বলেন, তাঁর নতুন গান ‘সেবা সেবা’ নাকি অনেকটা রাখি সাওয়ান্তের মতোই। ফুল অন এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুনঃ সাহায্য করেনি পুলিশ, পরাগকে শাস্তি দিতে এবার চরম পদক্ষেপ নিল শিমুল! ফাঁস তুলকালাম পর্ব

Rakhi Sawant and Bappi Lahiri grandson, Rakhi Sawant and Rego B

আরও পড়ুনঃ নিজের জন্য আলাদা করে আর সময় নেই! মেয়ে দেবীর প্রথম জন্মদিনের আগে এ কি বললেন বিপাশা?

রাখি এবং রেগো এখন জোরকদমে ‘সেবা সেবা’র (Seva Seva) প্রচার চালালেও বাপ্পি লাহিড়ীর অনেক অনুরাগীই কিন্তু এতে বেশ অখুশি হয়েছেন। অনেকেরই প্রশ্ন, বাপ্পি লাহিড়ীর ঘনিষ্ঠ কি আর কেউ ছিল না যে শেষ পর্যন্ত রাখি সাওয়ান্তকে দিয়ে গানের প্রচার করতে হচ্ছে? সব মিলিয়ে, রেগোর গানের প্রচারে রাখিকে দেখে বাপ্পি অনুরাগীরা যে বেশ বিরক্ত তা তাঁদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, বাপ্পি লাহিড়ীর শেষ বয়সে তাঁর সঙ্গে ছায়াসঙ্গীর মতো ঘুরতেন রেগো বি। নাতিকে নিয়ে প্রচণ্ড গর্বিতও ছিলেন গায়ক। রেগো বি-র প্রথম গান রিলিজের সময় বাপ্পি লাহিড়ী সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘আমার নাতি এত কম বয়সে নিজের মিউজিক কেরিয়ার শুরু করলো, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। ‘বাচ্চা পার্টি’ এমন একটা গান যেটা ওঁর স্টাইল এবং ব্যক্তিত্বর সঙ্গে দারুণ মানায়’।