• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিনির অশ্লীল ভিডিও ফাঁসের হুমকি দিচ্ছে জানোয়ার রূপ, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল হল জী বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্বই একেবারে জমে উঠেছে।  যা থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছেন না দর্শক। কদিন আগেই  সিরিয়াল সম্প্রচারের দিন কমানো হলেও এখন আবার দর্শকদের দাবি মেনেই সপ্তাহে ৫ দিন সম্প্রচারিত হচ্ছে ইচ্ছেপুতুল। তবে বদলে গিয়েছে সময়।

চলতি সপ্তাহ থেকেই রাত সাড়ে ন’টার বদলে সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হচ্ছে ইচ্ছেপুতুল। প্রধান নায়ক-নায়িকা নীল এবং মেঘ ছাড়াও এখন সিরিয়ালের প্রধান ফোকাস গিয়ে পড়েছে গিনি আর রূপের ওপর। সিরিয়ালে সদ্য বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের পরেই গিনির সামনে খসে পড়েছে রূপের আসল মুখোশ। গিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মেঘের বলার প্রতিটা কথা ছিল বর্ণে বর্ণে সত্যি।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,গিনি,Gini,রূপ,Rup,ব্ল্যাকমেইল,Blackmail,আসন্ন পর্ব,Upcoming Episode

ময়ূরী যে এতদিন ধরে সবাইকে মিথ্যা কথা বলে এসেছে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট গিনির কাছে। গত পর্বে দেখা গিয়েছে রূপ গিনিকে শর্ত দিয়েছে গিনি যদি তার ড্যাডকে সম্পত্তির অর্ধেক তার নাম লিখে দেওয়ার জন্য কনভিন্স করতে পারে তাহলে সে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। কিন্তু গিনি তা মানতে অস্বীকার করায় রূপ তার মায়ের সামনেই গিনিকে মারধর করা শুরু করে দেয়।

আরও পড়ুনঃ বিয়ে সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা? ইন্সটাতে রিল ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়

এবার আগামী পর্বে দেখা যাবে গিনি ঘরের মধ্যে নিজের সমস্ত জিনিসপত্র গোছাতে গোছাতে নিজের  মনে মনে ঠিক করে নিয়েছে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে সে সবাইকে রূপের আসল সত্যিটা জানিয়ে দেবে। কিন্তু রূপের পর্দা ফাঁস করার আগেই রূপ নতুন করে গিনিকে ব্ল্যাকমেইল করার অস্ত্র নিয়ে হাজির হয়ে যায়। রূপের মা আগেই তাকে জানিয়ে দিয়েছিল রাতে শোয়ার আগে গিনির স্নান করার অভ্যাস আছে।

আরও পড়ুনঃ তুমি আশেপাশে থাকলের স্লট ঘোষণা করতেই কপাল পুড়ল এই সিরিয়ালের, মন খারাপ ভক্তদের

https://youtu.be/SuNrZ4M2lh8?si=ETD8tm4gOszJBLPE

তাই রূপ সেই সুযোগটাকে কাজে লাগিয়েই গিনির নগ্ন ভিডিও বানিয়ে রেখেছিল। এবার সেই ভিডিও দেখিয়েই রূপ এবার গিনিকে ব্ল্যাকমেইল করছে।  বাপের বাড়ি গিয়ে মুখ খুললেই গিনির নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় রূপ। এসব শুনে ভয়ে একেবারে গুটিয়ে যায় গিনি। এখন দেখার আগামী পর্বে গিনি কিভাবে সকলের সামনে রূপের আসল চেহারা ফাঁস করে।