• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে মধুর মিলন, DNA টেস্টে সত্যি জেনে দীপার কাছে সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র বহুপ্রতীক্ষিত পর্ব

Published on:

Anurager Chhowa Finally Surja confirmed Sona Rupa's father via DNA test runs to Deepa

গত প্রায় এক বছর ধরে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সূর্য-দীপার ভুল বোঝাবুঝি দেখানো হচ্ছে। দর্শকরা এই একঘেয়ে ট্র্যাক দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছিল। সিরিয়ালের জনপ্রিয়তাও আস্তে আস্তে কমছিল। অবশেষে দর্শকদের দাবি মেনে এবার সূর্যর সামনে এসে গেল আসল সত্যি। ডিএনএ টেস্ট করে সোনা-রূপার জন্মপরিচয় জেনে গেল সে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার (Mishka) দেখানো নকল রিপোর্টে বিশ্বাস করে সূর্য (Surjya) ভাবতো তার বাবা হওয়ার ক্ষমতা নেই। এরপর সে যখন শোনে দীপা (Deepa) প্রেগন্যান্ট হয়ে পড়েছে, সে তাকে দুশ্চরিত্রা তকমা দিয়ে বাড়ি থেকে বের দেয়। দীপা হাজার বললেও তাকে বিশ্বাস করেনি সূর্য। এমনকি কয়েকদিন আগে সে যখন জানতে পারে সোনা (Sona)-রূপা (Rupa) দু’জনেই আসলে দীপার সন্তান, সে ভাবে তাদের বাবা কবীর (Kabir)।

Anurager Chhowa, Anurager Chhowa promo

কিন্তু এবার সূর্যর সামনে আসতে চলেছে সকল সত্যি। সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে সোনা-রূপার আসল পরিচয় জানতে পেরে গিয়েছে সূর্য। এরপরেই সে কাঁদতে কাঁদতে দীপার কাছে ছুটে যায়।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

Anurager Chhowa, Anurager Chhowa promo

আরও পড়ুনঃ আর ধ্যাষ্টামো নয়! বেকার তকমা ঘুচিয়ে পুলিশ হয়ে চমকে দিল চয়ন, নেটপাড়ায় ভাইরাল ছবি

মহাধামাকা এই প্রোমোয় দেখা গিয়েছে, হাসপাতালে এসে সূর্য ডিএনএ টেস্টের রিপোর্টের কথা জিজ্ঞেস করে। এরপর সেই রিপোর্ট খুলে সে দেখে, সোনা-রূপার বায়োলজিক্যাল বাবা আসলে সে নিজে। তখনই সূর্য বুঝতে পারে, এতদিন ধরে দীপা যা বলছি সব সত্যি। কবীর নয়, বরং সোনা-রূপা আসলে তার এবং দীপার মেয়ে।

একথা জানামাত্রই রিপোর্ট হাতে নিয়ে দীপার কাছে ছুটে যায় সূর্য। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দীপার দুই হাত ধরে সে বলে, ‘সোনা রূপা আমারই সন্তান। আমিও ওদের আসল বাবা। কত অপমান করেছি তোমায় দীপা। আমায় ক্ষমা করবে? বলো না করবে আমায় ক্ষমা?’ স্বামীর মুখে একথা শোনার পর চুপ করে যায় দীপা। এত অপমান, এত লাঞ্ছনার সহ্য করার পর দীপা কি সূর্যকে ক্ষমা করবে নাকি আবার বিচ্ছেদই হবে তাদের পরিণতি? জানার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥