• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

Published on:

Sonali Chowdhury opens up about Bengali serial content

বেশ অনেকটা সময় পর্দা থেকে দূরে থাকার পর কামব্যাক করছেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। যদিও এবার আর সিরিয়ালে (Bengali Serial) নয়, বরং সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। জি বাংলা, স্টার জলসার পর এবার সান বাংলাতেও শুরু হচ্ছে একটি নন-ফিকশন শো। গানের শো ‘বাংলা মেলোডি’তেই সঞ্চালিকা হিসেবে দেখা যাবে সোনালিকে।

আসন্ন এই শোয়ে সব ধরণের বাংলা গান গাইতে দেখা যাবে প্রতিযোগীদের। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির পাশপাশি শ্যামাসঙ্গীত, আধুনিক গানও গাইবেন অংশগ্রহণকারীরা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে পথচলা শুরু হবে ‘বাংলা মেলোডি’র। তার আগেই এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেন সোনালি।

Sonali Chowdhury, Sonali Chowdhury on Bengali serial content

‘বাংলা মেলোডি’ নিয়ে কথা বলার পাশাপাশি বাংলা ধারাবাহিক নিয়েও মুখ খোলেন জনপ্রিয় এই টেলি অভিনেত্রী। ফের কবে বাংলা সিরিয়ালে দেখা যাবে সোনালিকে? উত্তরে তিনি বলেন, ‘সম্প্রতি স্টার জলসায় ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে একটা চরিত্র করছি। মাঝে মাঝে সেই চরিত্রটা ফিরে আসবে। অনেকটা সিনেমার ক্যামিওর মতো’। উল্লেখ্য, এর আগে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন সোনালি। সেই ধারাবাহিক চলাকালীনই মাতৃহারা হয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বাঁশি হাতে কলির কেষ্ট! জন্মাষ্টমীর শুভলগ্নে টিভির আগেই ফাঁস ফুলকির মহামিলন পর্ব

সেই সময় সন্তানকে সামলে কাজ করা বেশ কঠিন হয়ে পড়েছিল সোনালির পক্ষে। তাই কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে তার মাঝেই ‘রক্তপাত’ এবং ‘হাতেখড়ি’ নামের দু’টি সিনেমায় অভিনয় করেছিলেন সোনালি। তবে এখন ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফের কাজে ফিরছেন তিনি। একই সাক্ষাৎকারে এখনকার বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়েও কথা বলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ জন্মদিনে প্রেমিকা শ্বেতার গালে চুমু, ভাইরাল পর্দার ‘সৃজন’ রুবেলের বার্থডে সেলিব্রেশনের অদেখা ছবি

Sonali Chowdhury, Sonali Chowdhury on Bengali serial content

সোনালি বলেন, ‘কনটেন্ট বদলানো উচিত কিনা সেটা নির্মাতারাই বুঝতে পারবেন। তবে ভিন্ন স্বাদের ধারাবাহিকের কথা যদি বলি, তাহলে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ভিন্ন স্বাদের ধারাবাহিক ছিল। সেখানে কোনও কুটকচালি ছিল না, তিনটে বউয়ের কাহিনী ছিল না। তবে কম টিআরপির জন্য বন্ধ হয়ে গেল। টিআরপি দেখলেই কিন্তু বোঝা যায় দর্শকরা ওই সব কুটকচালি দেখতেই ভালোবাসেন। সেটা না হলে, আজও ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ চলতো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥