• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর ধ্যাষ্টামো নয়! বেকার তকমা ঘুচিয়ে পুলিশ হয়ে চমকে দিল চয়ন, নেটপাড়ায় ভাইরাল ছবি

Published on:

Audience praise Uday Pratap Singh's new look as Traffic Sergeant

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আজও তিনি ‘মিঠাই’ সিরিয়ালের রাতুল নামেই বেশি জনপ্রিয়। তবে বর্তমানে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম  ফুলের মধু’তে (Neem Phooler Madhu) অভিনয় করছেন উদয়। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হয়েছে চয়ন (Chayon) ওরফে চনু। পর্দায় সে নায়ক সৃজনের জ্যাঠতুতো ভাই। পর্দায় এই চয়ন চরিত্রটি আদ্যোপান্ত পজিটিভ একটি চরিত্র।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বেশ সক্রিয় হয়ে ওঠেন অভিনেতা। তবে এবার অভিনেতা যোগ দিলেন একেবারে নতুন একটি পেশায়। সম্প্রতি ট্রাফিক সার্জেন্ট-এর পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন উদয়।সেই ছবি দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়া। শোনা যাচ্ছে চাপা গুঞ্জন। তাহলে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় যোগ দিয়েছেন উদয়? দত্ত বাড়িতে কি এবার থেকে আর দেখা যাবে না তাঁকে?

Audience praise Uday Pratap Singh's new look as Traffic Sergeant

তবে না চিন্তার কোনো কারণ নেই! আসলে সিরিয়ালের প্লট অনুযায়ী কিছুদিন আগেই ট্রাফিক সার্জেন্টের চাকরিটা পেয়েছে চয়ন। এবার সেই সূত্রেই ট্রাফিক সার্জেন্টের পোশাক পরে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘আজ থেকে সবার চালান কাটেগা। শহরে এখন ট্রাফিক সার্জেন্ট ‘চয়ন দত্ত’। গত পর্বেই দেখা গিয়েছে ট্রাফিক সার্জেন্ট চয়ন তার বৌদি বাহি পর্ণাকে দত্তবাড়িতে নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

তবে এদিন অভিনেতার এই নতুন লুক দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।পর্দার রাতুলের প্রশংসা করেছেন তাঁর অনস্ক্রিন দাদা অর্থাৎ মিঠাই সিরিয়ালের রাজীবও। কমেন্ট সেকশনে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় লিখেছেন ‘এমন হ্যান্ডসাম ট্রাফিক সার্জেন্ট তো লাস ভেগাসে পাওয়া যায়। দারুন লাগছে ভাই দারুন।

আরও পড়ুনঃ বাবুউউর সাথে রাত কাটানোর ধান্দা! ইশাকে উচিত শিক্ষা দিল পর্ণা, ফাঁস দমফাটা হাসির পর্ব

সেখানেই কমেন্ট করে উদয়ের অনস্ক্রিন ছোট শালা বাবু স্যান্ডি লিখেছেন ‘ওর নতুন সাইড বিজনেস টা জানো তো রাস্তা ঘাটে লোকজন হেলমেট না পড়লে দাঁড় করিয়ে ফাইন নিচ্ছে।’জবাবে হাসতে হাসতে উদয় লিখেছেন ‘লোকে সত্যি সত্যি দাঁড়িয়ে যাচ্ছে। ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥