• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিভা থাকলেও মেলেনি কাজের সুযোগ! ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে আজ কোথায় ভানুমতি অভিনেত্রী?

Published on:

Bhanumotir Khel Actres Shreyasri Roy

টেলিভিশনের পর্দায় বছর বছর কত সিরিয়াল যায় আর আসে! কিন্তু এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও চরিত্রদের অভিনয় চোখে লেগে থাকে দর্শকদের। বাংলা সিরিয়ালের জগতে এমন একটি জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘ভানুমতীর খেল’ (Bhanumatir Khel)। এই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এর বিপরীতে জুটি বেঁধেছিলেন নবাগতা অভিনেত্রী শ্রেয়শ্রী রায় (Sreyasri Roy)

কিন্তু এই একটা সিরিয়াল করার পর আচমকাই যেন অভিনয় জগৎ থেকে হারিয়ে গিয়েছেন এই মিষ্টি নায়িকা। বহুদিন হল  টেলিভিশনের পর্দায় দেখা মেলেনি তাঁর। প্রথম সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেই মন জয় করে নিয়েছিলেন শ্রেয়শ্রী। পর্দায় ম্যাজিক দেখিয়েছিলেন ভানুমতীর সাজে। রুবেল এবং শ্রেয়শ্রী যুগলবন্দিতে এই ধারাবাহিক চলেছিল টানা প্রায় ২ বছর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রেয়শ্রী রায়,Sreyasri Roy,ভানুমতীর খেল,Bhanumotir Khel,অজানা কথা,Unknown Fact

তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর পর্দার মেঘরাজ অভিনেতা রুবেল একের পর এক বাংলা সিরিয়ালে প্রধান নায়কের চরিত্রে চুটিয়ে অভিনয় করলেও শ্রেয়শ্রীর সেই সুযোগ হয়নি। ভানুমতীর খেল শেষ হওয়ার পর টানা ২ বছর কোনো কাজ পাননি তিনি। ইচ্ছা থাকলেও ভানুমতীর খেল শেষ হওয়ার পর আর প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ আসেনি তাঁর কাছে।

আরও পড়ুন: প্রথম পর্বেই ম্যাজিক করল কোজাগরী! জল থই থই ভালোবাসার জমজমাট পর্ব দেখে মুগ্ধ দর্শক

প্রথম সিরিয়ালে প্রধান নায়িকা হয়ে বাজিমাত করার পর শ্রেয়শ্রী সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান নায়িকার চরিত্র ছাড়া তিনি অভিনয় করবেন না। কিন্তু তার কাছে পরবর্তীতে যা চরিত্র এসেছিল তার সবই ছিল পার্শ্ব চরিত্র কিন্তু অভিনয় করার ইচ্ছা থালেও সুযোগ পাননি শ্রেয়শ্রী।

আরও পড়ুন: টলিউডে ডেট পাওয়া যায় না! তেলেগু ইন্ডাস্ট্রি সম্মানটা ফিরিয়ে দিয়েছে, অকপট যীশু সেনগুপ্ত
বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রেয়শ্রী রায়,Sreyasri Roy,ভানুমতীর খেল,Bhanumotir Khel,অজানা কথা,Unknown Fact

এপ্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন অনেকবার এমনও হয়েছে প্রধান চরিত্রে অভিনয় করার কথাবার্তা এগিয়ে যাওয়ার পরেও তাকে না জানিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে সেই সিরিয়ালে। এই কারণেই ইচ্ছা থাকলেও অভিনয় করতে পারছিলেন না শ্রেয়শ্রী। তবে এই মুহূর্তে সান বাংলায় ‘সাথী’ সিরিয়ালে অভিনয় করছেন ছোটপর্দার ভানুমতী।

যদিও মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত পার্শ্বচরিত্রেই ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে একবার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ‘এখন টলিউডে অভিনয়টাই সব নয়। ভালো অভিনয় ছাড়াও এখন সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকাটাও জরুরী।’  তবে অভিনেত্রীর সাফ কথা এসব নাকি  তার পক্ষে করা সম্ভব নয়। এই কারণেই নাকি একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। যদিও তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন অভিনেত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥