• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার সন্তানকে স্বীকার করে নিল লাবণ্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Labanya accepts Mishka’s child

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করছে একটিমাত্র সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিক। ‘জগদ্ধাত্রী’ থেকে শুরু করে ‘ফুলকি’ কেউ সিংহাসনচ্যুত করতে পারছে না সূর্য-দীপার মেগাকে। এবার এই সিরিয়ালেই (Bengali Serial) আসতে চলেছে বাম্পার টুইস্ট।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সূর্য (Surjya) নির্দোষ প্রমাণিত হওয়ার পর দুর্গাপুজোর আয়োজন করা হয় সেনগুপ্ত বাড়িতে। পুজো শেষে দশমীর দিন ঢাক বাজানো, ধুনুচি নাচে মেতে ওঠে সূর্য, জয়, সোনা, রূপারা। অপরদিকে বাড়ির বৌয়েরা এক এক করে মা-কে বরণ করতে থাকে। সেই সময় সূর্য দীপাকে (Deepa) সিঁদুর পরিয়ে দিতে যায়। ঠিক তখনই হাসপাতাল থেকে তার কাছে একটা ফোন আসে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Mishka in hospital

সেই ফোন পাওয়ার পর হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে যায় সূর্য। সেখানে গিয়ে সে জানতে পারে পেশেন্টের নাম মিশকা (Mishka)। রিপোর্ট দেখার পর এবং মিশকার কথা শুনে সূর্য বুঝে যায় ফের নতুন নাটক শুরু করেছে সে। ততক্ষণে ছেলের পিছু পিছু হাসপাতালে পৌঁছে যায় লাবণ্যও (Labanya)

আরও পড়ুনঃ আর সহ্য নয়, গিনির বাড়ি গিয়ে রূপ-শালিনীর পর্দাফাঁস করল কাজের মেয়ে সুমিত্রা! ফাঁস ধুন্ধুমার পর্ব

এরপর সে সূর্যকে বলে, মিশকার গর্ভের সন্তান যেভাবেই আসুক না কেন সেটা সেনগুপ্ত বাড়ির সন্তান। মায়ের মুখ থেকে এই কথা শুনে হতবাক হয়ে যায় সূর্য। মিশকার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে করতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছে সে।

আরও পড়ুনঃ অভিষেকের ছবি বুকে আগলে বাড়িতেই দুর্গাপুজো করলেন সংযুক্তা! ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসা নেটিজেনদের

Anurager Chhowa, Anurager Chhowa Surjya in hospital

অপরদিকে অসুস্থতার মিথ্যে নাটক করতে গিয়ে সত্যিই শরীর খারাপ হয়ে যায় মিশকার। তখন বাধ্য হয়ে সন্তানের বাবা হিসেবে বন্ডে সই করতে হয় সূর্যকে। যদিও স্বেচ্ছায় নয়, বরং লাবণ্যর কথা শুনে সেই সইটা করে সূর্য। অপরদিকে মিশকা ভাবে, এই গর্ভের সন্তানকে যেভাবেই হোক বাঁচতে হবে। কারণ একমাত্র এই সন্তানের মাধ্যমেই সূর্যকে দীপার থেকে ছিনিয়ে নিতে পারবে সে। এবার দেখা যাক, মিশকার এই ভয়ানক পরিকল্পনা আদৌ সফল হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥