• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ভাঙছে সুখের সংসার, স্বামী-সন্তান ছেড়ে মিশকাকে আপন করল দীপা! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Updated on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Deepa,Labanya,Mishka,Television,TV serial,Bengali television,Bangla television,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,দীপা,লাবণ্য,মিশকা,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এমনি এমনি বেঙ্গল টপার হয় না। এখন রোজ সিরিয়ালে নিত্যনতুন টুইস্ট আসছে। আর তাতেই পাল্টে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। এতদিন পর্যন্ত যে লাবণ্য সেনগুপ্ত মিশকাকে দু’চোখে দেখতে পারতো না, আজ তার জন্যই দরদ উথলে উঠছে তার।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, হোটেলে খাবার খাওয়ার পর টাকা দিতে পারে না মিশকা। যা নিয়ে তার সঙ্গে তুমুল ঝামেলা করে হোটেলের ম্যানেজার। এরপর সেখানে উপস্থিত হয় লাবণ্য এবং সে মিশকার (Mishka) বিল মিটিয়ে দেয়। যদিও টাকা দেওয়ার সময় লাবণ্য জানতো না, সে মিশকার সাহায্য করছে। কিন্তু মিশকা লাবণ্যকে (Labanya) দেখা মাত্রই নিজের মিথ্যে নাটক শুরু করে দেয়।

Anurager Chhowa Mishka crying

আজকের পর্বে দেখানো হবে, ঠিক নিজের কুমিরের কান্না দিয়ে লাবণ্যর মনে জায়গা করে নেয় মিশকা। পরিস্থিতির চাপে এবং সেনগুপ্ত পরিবারের বংশধরের কথা ভেবে মিশকাকে নিজের হাতে খাইয়ে দিতে যায় সূর্যর মা। আর তখনই সেখানে উপস্থিত হয় দীপা (Deepa) এবং রূপা। মিশকার প্রতি শাশুড়ির এমন ব্যবহার দেখে হতবাক হয়ে যায় দীপা।

আরও পড়ুনঃ টেলিভিশনের পর্দার লক্ষী! দুর্দান্ত অভিনয়ে TRP তালিকায় ঝড় তুলেছে এই ৫ লক্ষীমন্ত বৌমারা

অন্যদিকে মিশকা লাবণ্যকে বলে, সে যদি আঁকড়ে বেঁচে থাকার জন্য কিছুই না পায়, তাহলে বাধ্য হয়ে নিজেকে শেষ করে দেবে। তখন তার গর্ভে থাকা সেনগুপ্ত পরিবারের সন্তানও শেষ হয়ে যাবে। একথা শুনে দোটানায় পড়ে যায় লাবণ্য। এই পরিস্থিতিতে মিশকাকে দূরে ঠেলে দেওয়া উচিত নাকি কাছে টেনে নেওয়া উচিত তা বুঝতে পারে না সে।

আরও পড়ুনঃ সূর্য-দীপার পৌষমাস, শয়তানি মিশকার সর্বনাশ! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র সুপারধামাকা পর্ব

Anurager Chhowa Labanya

এরপর দীপার সম্মুখীন হয় লাবণ্য। দীপা তার শাশুড়িকে বলে, সে আর তাকে চিনতে পারছে না। তার মনের মধ্যে এখন কী চলছে সেটাও বুঝতে পারছে না। দীপা বলে, সে কখনও ভাবেনি লাবণ্য তার থেকে এতকিছু লুকিয়ে যাবে। যে কারণে তার সমস্ত আস্থা-বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

সবশেষে দীপা বলে, মিশকাকে জেল থেকে ছাড়ালেও ওকে কোনোদিন সে ক্ষমা করতে পারবে না। বৌমার মুখে একথা শুনে আরও বেড়ে যায় লাবণ্যর দ্বন্দ্ব। তাহলে কি ফের মিশকার ষড়যন্ত্রে দূরত্ব তৈরি হবে লাবণ্য-দীপার মধ্যে? ভেঙে যাবে শাশুড়ি-বৌমার সুন্দর সম্পর্ক? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥