বাঙালি দর্শকদের দৈনন্দিন বিনোদনের সাথে জড়িয়ে রয়েছে টেলিভিশনের ধারাবাহিক (TV Serial)। ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক গল্পের একাধিক সিরিয়ালের সম্প্রচার হয়। যা দেখতে খুবই পছন্দ করেন বাড়ির মা কাকিমারা। তবে কিছু সিরিয়ালের অভিনেত্রীদের অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। আজ এমনই ৫ সিরিয়ালের বৌমাদের কথা আপনাদের জানাবো।
অনুরাগের ছোঁয়া দীপা (Anurager Chhowa Deepa) : ষ্টার জলসার সবচাইতে জনপ্রিয় সিরিয়ালের কথা বললে সবার আগেই উঠে আসবে অনুরাগের ছোঁয়ার নাম। প্রতি সপ্তাহেই বাংলার সেরা সিরিয়ালের খেতাব জিতছে সূর্য-দীপার কাহিনী। হাজারো অপমান, অত্যাচার বঞ্চনা সহ্য করেও যেভাবে নিজের সংসার আগলে রেখেছে দীপা তা সত্যিই প্রশংসনীয়।
নিম ফুলের মধু এর পর্ণা (Neem Phooler Madhu Parna) : জি বাংলার পর্দায় একান্নবর্তী পরিবারের গল্প ‘নিম ফুলের মধু’। সৃজনকে বাইরের বৌ হলেও পর্ণাকে মোটেই সহ্য করতে পারে না ‘বাবুউউর মা’ থুড়ি শ্বাশুড়ি কৃষ্ণা। পর্ণাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য হাজারো চেষ্টাও চলে, কিন্তু এতকিছু সত্ত্বেও আপদে বিপদে সর্বদাই পরিবারের পাশে থাকে লক্ষীমন্ত বউ পর্ণা।
জগদ্ধাত্রী সিরিয়ালের জ্যাস (Jagaddhatri) : আধুনিক সমাজে নারীরা সংসার সামলানোর পাশাপাশি কাজও করতে পারে তার জলজ্যান্ত নিদর্শন জগদ্ধাত্রী। একদিকে যেমন বাড়িতে বউ হয়ে সংসার সামলাচ্ছে তেমনি গোয়েন্দা হয়ে পটাপট ক্রিমিনাল ধরতেও পিছপা হয় না জগদ্ধাত্রী।
কার কাছে কই মনের কথা এর শিমুল (Kar Kache Koi Moner Kotha Shimul) : শুরু থেকেই ব্যাপক চর্চায় জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’। বিয়ে হয়ে আসার প্রথম দিন থেকেই বৌমার ওপর অত্যাচার শুরু করেছিল শশুর বাড়ির সকলে। তবে সেই ছবি এখন বদলে গিয়েছে, শ্বাশুড়ীকে নিজগুণে আপন করেছে শিমুল। গল্পে শিমুল চরিত্রে দেখা যাচ্ছে মানালি দে’কে।
ফুলকি (Phulki) : ‘মিঠাই’ সিরিয়াল শেষ হওয়ার পর তার জায়গায় আসে ‘ফুলকি’। এটাই প্রথম সিরিয়াল দিব্যানী মন্ডলের।
তবে প্রথম কাজেই দুস্টু মিষ্টি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছে ফুলকি। এই কারণে ঠিক মিঠাইয়ের মতোই গোটা বাংলার মানুষের কাছে খুবই পছন্দের বৌমা ফুলকি।