• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার থেকেও বড় বেইমান! সোনা-রূপার কাস্টডি চাইতেই সূর্যর মুখে ঝামা ঘষল রত্না, ফাঁস ধামাকা পর্ব

সূর্য-দীপার এই দূরত্ব কবে দূর হবে? আপাতত ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রায় সকল দর্শকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নায়ক-নায়িকার একঘেয়ে বিচ্ছেদ দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা। যার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও। তবু সিরিয়ালের (Bengali Serial) ট্র্যাকে কোনও পরিবর্তন আনছেন না নির্মাতারা। এখন আবার সোনা-রূপার কাস্টডি নিয়ে আদালতে মুখোমুখি হবে সূর্য-দীপা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, দীপার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকেই সোনা-রূপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সূর্য (Surjya)। যদিও দীপাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় না সে। মা-কে নিয়ে যাওয়া হবে না শুনে সোনা-রূপাও বলে দেয়, তারা বাবার সঙ্গে বাড়ি ফিরবে না।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya to go against Deepa for custody of Sona Rupa

মেয়েরা ফিরতে চায় না এটা বলে দেওয়া সত্ত্বেও সূর্য চুপ থাকতে নারাজ। মিশকার উস্কানিতে সে এখন সোনা-রূপার (Sona Rupa) কাস্টডির জন্য আদালতের দ্বারস্থ হবে বলে ঠিক করে। আজকের পর্বে দেখতে পাবেন, মেয়েদের মুখের দিকে তাকিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছে দীপা (Deepa)। বন্ধুর পাশে থেকে তাকে সাহায্য করছে অর্জুন।

আরও পড়ুনঃ বাস্তবেই ছাদনাতলায় ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা! রইল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের অ্যালবাম

সোনা-রূপা যাতে আনন্দে থাকে, সেই জন্য অর্জুন (Arjun) একটা বিরাট পিয়ানো কিনে নিয়ে আসে। তবে দীপা সেই দামি উপহার নিতে চায় না। এরপর অর্জুন, দীপা, সোনা, রূপা, জয়, ঊর্মি এবং রত্নাদেবী মিলে মজা করে ফুচকা খেতে যায়। তারপর বাড়ি ফিরে পিয়ানো বাজিয়ে একটু নাচ-গান করতে থাকে তারা। আর তখনই সেখানে উপস্থিত হয় সূর্য।

Anurager Chhowa Surjya in Deepa's house

দীপারা মজা করছে দেখে সূর্য বলে, এখানে তো সবাই খুব ভালো আছে, নাচ গান করছে। কিন্তু আমি একটুও ভালো নেই। আর সেই জন্য আমি সোনা-রূপাকে নিয়ে যেতে চাই। তবে দীপা মুখের ওপর বলে দেয়, সে সোনা-রূপাকে নিয়ে যেতে দেবে না। সেকথা শুনে সূর্য বলে, দীপা নাকি কখনও তার কথা ভাবেনি। আর এটা শুনেই তেড়েফুঁড়ে ওঠে রত্নাদেবী। সে সূর্যকে বলে, তুমি তো দেখছি আমার থেকেও বড় বেইমান।

আরও পড়ুনঃ কাকি শাশুড়ির সৌজন্যে কাছাকাছি শিমুল-পরাগ! দু’জনের ‘ঘনিষ্ঠ’ ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Anurager Chhowa Surjya leaves Deepa's house

এরপর দীপা বলে, যদি এমনটা হয় তাহলে তাই হোক, আমিও এবার থেকে নিজের কথাই ভাববো। মুখের কথায় কাজ হচ্ছে না দেখে সূর্য দীপার হাতে কাস্টডির কাগজপত্র ধরিয়ে দেয়। দীপা সেই কাগজটা হাতে পেতেই ছিঁড়ে দেয় আর সূর্যকে বলে, এটাই তার উত্তর। শেষ পর্যন্ত সোনা-রূপাকে হাত বাড়িয়ে ডাকে সূর্য। কিন্তু মেয়েরাও তার কাছে যায় না। অপমানিত হয়ে অবশেষে দীপার বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে।