• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেই ছাদনাতলায় ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা! রইল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের অ্যালবাম

শীত পড়তেই টলিপাড়ায় বাজছে সানাইয়ের সুর (Wedding Season)। সোমবার সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এর মাঝে পরিণতি পেল আরও একটি সম্পর্ক। সাত পাকে বাঁধা পড়লেন জি বাংলার জনপ্রিয় জুটি স্বর্ণদীপ্ত ঘোষ (Swarnadipto Ghosh) এবং অর্পিতা মণ্ডল (Arpita Mondal)

রিল লাইফের পর এবার রিয়েল লাইফ বিয়েটা সেরে ফেললেন ‘লক্ষ্মী কাকিমা’র (Lokkhi Kakima Superstar) বড় ছেলে এবং বউমা। সিরিয়ালের সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের লাভ স্টোরি। অগ্রহায়ণের সন্ধ্যায় পরিণতি পেল সেই প্রেম। পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের এই নতুন অধ্যায় শুরু করলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। অনস্ক্রিন ছেলে-বউমার বিয়েতে (Marriage) চুটিয়ে আনন্দ করতে দেখা যায় ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)

   

Aparajita Adhya at Swarnadipto Ghosh and Arpita Mondal wedding

কনের সাজে হবু স্ত্রী অর্পিতাকে দেখে খানিক বেসামাল হয়ে পড়েন স্বর্ণদীপ্ত। শুভদৃষ্টি হতেই হবু স্ত্রীয়ের গালে চুমু এঁকে দেন অভিনেতা। বরের কাণ্ড দেখে তাজ্জব হয়ে যান সকলে। বিয়ের দিন অর্পিতা সেজেছিলেন লাল রঙের বেনারসিতে। সঙ্গে মানানসই সবুজ রঙা ব্লাউজ। গা ভর্তি সোনার গয়না, মাথায় শোলার মুকুট- সব মিলিয়ে খুব সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ গানের পিণ্ডি চটকে দিল! ‘সূর্য’ দিব্যজ্যোতির গলায় গান শুনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা নেটিজেনদের

অপরদিকে স্বর্ণদীপ্তর পরনে ছিল ঘিয়ে রঙের তসর পাঞ্জাবি। শ্বশুরবাড়িতে এসে প্রথমেই জিজ্ঞেস করেন, ‘কই আমার বউটা কই?’ ‘লক্ষ্মী কাকিমা’র অনস্ক্রিন ছেলে যে বেশ ‘বউ পাগল’ তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। স্বর্ণ-অর্পিতার শুভদৃষ্টি, মালা বদল থেকে শুরু করে সিঁদুরদান- সব কিছুর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে।

Swarnadipto Ghosh and Arpita Mondal marriage

অনস্ক্রিন ছেলের বিয়েতে অফ হোয়াইট রঙের লেহেঙ্গা পরে গিয়েছিলেন অপরাজিতা। রঙমিলান্তি পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রীর স্বামী। এই মুহূর্তে জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন অর্পিতা। সেই সিরিয়ালের সম্পূর্ণ টিম হাজির হয়েছিল স্বর্ণ-অর্পিতার বিয়েতে। দিব্যানি মণ্ডল, কৌশাম্বী চক্রবর্তীদের দেখা মিলল বিবাহবাসরে।

আরও পড়ুনঃ কাকি শাশুড়ির সৌজন্যে কাছাকাছি শিমুল-পরাগ! দু’জনের ‘ঘনিষ্ঠ’ ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Swarnadipto Ghosh and Arpita Mondal marriage

টেলিপাড়ার এই নামী জুটির বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বাগুইআটিতে। সোমবার বিয়ের পর আজ তথা বুধবার নিয়ম মেনে বৌভাত অনুষ্ঠান পালিত হবে। এরপর আগামী ৩০ নভেম্বর তথা বৃহস্পতিবার বসবে বৌভাতের আসর। পাটুলির সত্যজিৎ পার্কে আয়োজিত হবে সেই অনুষ্ঠান।