• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাকি শাশুড়ির সৌজন্যে কাছাকাছি শিমুল-পরাগ! দু’জনের ‘ঘনিষ্ঠ’ ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Kar Kache Koi Moner Kotha team celebrated Rajasree Bhowmick’s birthday

বাংলা সিরিয়াল দেখেন অথচ শিমুল-পরাগকে চেনেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায়। জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) নায়ক-নায়িকা তারা। যদিও পরাগকে (Parag) নায়ক নয়, বরং খলনায়ক বলতেই বেশি পছন্দ করেন দর্শকরা। বউ জ্বালিয়ে সকলের চক্ষুশূল হয়ে গিয়েছে সে।

এক বাড়িতে থাকলেও স্বামী-স্ত্রীর কোনও সম্পর্কই নেই শিমুল-পরাগের মধ্যে। যদিও এখন শাশুড়ি মধুবালা এবং কাকি শাশুড়ি শিমুলকে (Shimul) গর্ভবতী হওয়ার পরামর্শ দিয়েছে। তাদের কথায়, বাচ্চা আসলেই সংসারী হয়ে উঠবে পরাগ। টিভিতে এই পর্ব সম্প্রচারিত হতেই না হতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হল শিমুল-পরাগের একটি ছবি।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

বিয়ের পর থেকে কখনও সেভাবে হাসিমুখে দেখা যায়নি শিমুল-পরাগকে। পর্দায় তাদের মধ্যে সর্বক্ষণ অশান্তি চলতেই থাকে। তবে পর্দার বাইরেও তারকাদের একটা জীবন থাকে। রিল লাইফে হাজার ঝামেলা করলেও, বাস্তব জীবনে কিন্তু বেশ ভালো বন্ধু শিমুল-পরাগ থুড়ি মানালি (Manali Dey) এবং দ্রোণ (Dronn Mukherjee)।

আরও পড়ুনঃ বাচ্চা নিলেই সংসারী হবে পরাগ, মধুবালার কথায় মা হবে শিমুল! টিভির আগেই ফাঁস গল্পের নতুন মোড়

সম্প্রতি যেমন শিমুলের অনস্ক্রিন কাকি শাশুড়ি তথা অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের (Rajasree Bhowmick) জন্মদিনে মানালির গলা জড়িয়ে পোজ দিতে দেখা যায় দ্রোণকে। একই ছবিতে পর্দার ভাইয়ের পিঠে পিঠ ঠেকিয়ে খোশমেজাজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ‘পুতুল’ শ্রীতমা ভট্টাচার্যকে।  সম্প্রতি মানালি নিজে শেয়ার করেন এই ছবিটি।

Kar Kache Koi Moner Kotha Manali Dey Dronn Mukherjee and Sritama Bhattacharjee

রাজশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন পৌঁছেছিল ‘কার কাছে কই মনের কথা’র সদস্যরা। শিমুল, পরাগ, পুতুলের পাশাপাশি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্নেহা, সৃজনীরাও। খোলা ছাদে চুটিয়ে হইহুল্লোড় করতে দেখা যায় তাঁদের। কাজ সামলেই দেদার খানাপিনা, নাচা-গানায় মেতে ওঠেন সকলে।


এদিন রাজশ্রীর জন্মদিনে ‘কার কাছে কই মনের কথা’র সদস্যদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির আরও বহু জনপ্রিয় তারকারা। অভিনেত্রী দেবলীনা মুখোপাধ্যায়, ঈপ্সিতা মুখোপাধ্যায়, অভিনেতা ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী সহ আরও অনেকে পৌঁছে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥