• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতে এক বিছানায় সূর্য-মিশকা, ভুল মানুষকে ভালোবেসেছি বলে হাহাকার দীপার! ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa sees Surjya Mishka together on bed

মিশকার ষড়যন্ত্রে চিরতরে ভেঙে গেল সূর্য-দীপার (Surja Deepa) সম্পর্ক। ডিভোর্স হয়ে গেলেও দু’জনের মধ্যে ভালোবাসাটুকু অন্তত এতদিন বেঁচে ছিল। তবে এবার সূর্য-মিশকাকে এক বিছানায় দেখে ভেঙে গেল সূর্যর প্রতি দীপার যাবতীয় বিশ্বাস। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এর আসন্ন পর্বেই এই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সূর্যর দিকে শেষবারের মতো হাত বাড়িয়ে দিয়েছিল দীপা। তাকে এবং মেয়েদের নিয়ে অনেক দূরে কোথাও চলে যাওয়ার কথা বলেছিল সে। তবে সূর্য কোনও উত্তর দেয় না। স্বামীর জীবনে তার কোনও প্রয়োজন নেই দেখে দীপা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সূর্য তাকে আটকানোর চেষ্টা করলেও সে আর ফিরে তাকায় না। এরপর মদ খেয়ে এসে সেনগুপ্ত বাড়িতে তাণ্ডব শুরু করে সূর্য।

Anurager Chhowa Surjya Mishka in bed

আজকের পর্বে দেখতে পাবেন, সূর্যর (Surjya) কাছে কৈফিয়ত চাইতে তার ঘরে আসে দীপা। কিন্তু মিশকা তাকে আগেই দেখে ফেলে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সে ঘুমন্ত সূর্যর পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘরে ঢুকে সূর্য-মিশকাকে (Mishka) এক বিছানায় দেখতে পায় দীপা। সেই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য পাথরের মতো হয় যায় সে।

আরও পড়ুনঃ অবশেষে মধুর মিলন! সন্ধ্যাকে কাছে টেনে নিল আকাশনীল, ভরপুর রোম্যান্স দেখে দিলখুশ দর্শকদের

সূর্যর প্রতি ভালোবাসা, বিশ্বাস সব কিছু এক মুহূর্তে মিথ্যে হয় যায় দীপার (Deepa) কাছে। এরপর ঘর থেকে বেরিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে সে। তারপর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দীপা যখন বুঝতে পারে সে সেনগুপ্ত বাড়িতে আছে তখন ঘেন্নায় ভরে ওঠে তার পুরো শরীর। সঙ্গে সঙ্গে সোনা-রূপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে।

Anurager Chhowa Deepa Sona Rupa and Urmi

আরও পড়ুনঃ ইশার মুখে ঝামা! পর্ণা প্রপোজ করতেই বাবুউউ পুরো ফ্ল্যাট, আজকের আগাম পর্ব না দেখলে চরম মিস

এরপর নিজের বাড়ি ফিরে সোজা ঘরে ঢুকে যায় দীপা। দরজা বন্ধ করে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে সে। তার সঙ্গে কেন এমনটা হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে দীপা। সূর্যর মতো এতখানি নোংরা একটা মানুষের সঙ্গে সে এতদিন সংসার করেছে এটা ভেবেই কষ্ট হয় তার। এরপর মেয়েদের নিয়ে ভালো থাকার সিদ্ধান্ত নেয় দীপা। অতীত ভুলে নতুন করে জীবন শুরু করবে বলে ঠিক করে সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥