• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার কেচ্ছায় বিপদে তিস্তা, শয়তানদের থাবড়ে উচিত শিক্ষা দীপার! ফাঁস আজকের সুপার ধামাকা পর্ব

Updated on:

Anurager Chhowa Deepa will Save Tista from eve teasing because of Mishka

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। গত সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) কিছুটা ধাক্কা খেলেও, দর্শকমহলে সূর্য-দীপার মেগার জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। সোশ্যাল মিডিয়া খুললেই ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাক নিয়ে নানান রকম চর্চা চোখে পড়ে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই মিশকার (Mishka) প্রেগন্যান্সির রহস্যভেদ করেছে দীপা (Deepa)। সেই সঙ্গেই সূর্য (Surjya) যে নির্দোষ তা প্রমাণ করে দিয়েছে সে। পাশাপাশি মিশকার গর্ভে থাকা সন্তানের কথা ভেবে তাকে জেল থেকেও ছাড়িয়ে এনেছে। তবে জেল থেকে বেরিয়ে ফের সূর্য-দীপাকে আলাদা করার চক্রান্ত করতে শুরু করে দিয়েছে মিশকা।

Anurager Chhowa Surjya in hospital

মিশকার কুকর্মের জন্য ছোট্ট সোনা-রূপাকে অবধি ভুগতে হচ্ছে। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, সোনা-রূপা স্কুলে ঢোকা মাত্রই বিরোধিতা করে বাকি পড়ুয়াদের অভিভাবকেরা। তারা বলেন, সোনা-রূপা যদি এই স্কুলে পড়ে তাহলে তারা তাদের সন্তানকে ছাড়িয়ে দেবে। পরে দীপা এসে সম্পূর্ণ পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুনঃ সিরিয়ালের কালিদাস! ফেক ভিডিও দেখিয়ে নিজেই ফাঁসল ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

অন্যদিকে হাসপাতালে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয় সূর্য। সে দেখে, তার পুরনো পেশেন্টরা আর তার কাছে চিকিৎসা করাতে চাইছে না। চিকিৎসকের ব্যক্তিগত জীবনে এত কিছু চলছে দেখে তার কাছে নিজেদের ট্রিটমেন্ট করানোর ভরসা পাচ্ছেন না তারা। সম্পূর্ণ পরিস্থিতি দেখে বেশ অসহায় অনুভব করে সূর্য। এরপর সে বাড়ি ফিরে আসে।

আরও পড়ুনঃ মঞ্চে একসাথে শিমুল-শতদ্রু, বৌয়ের খুশি দেখে রাগে জ্বলছে পরাগ! এদিনের পর্ব না দেখলে চরম মিস

Anurager Chhowa Surjya and Mishka

ঘরে ঢোকার পর সূর্য দেখে লাইট নিভিয়ে চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে দীপা। কিন্তু সে দীপার কাছে গেলে বুঝতে পারে, সেটা আসলে মিশকা। দীপার শাড়ি পরে তাদের বিছানায় মিশকাকে শুয়ে থাকতে দেখে বেজায় চটে যায় সূর্য। অপরদিকে রাস্তায় বেরিয়ে কিছু খারাপ লোকের কুনজরে পড়ে তিস্তা (Tista)। সূর্যর বোনকে ক্রমাগত উত্যক্ত করতে থাকে তারা।

এরপর সেখান থেকে কোনোমতে পালিয়ে আসার চেষ্টা করে তিস্তা। ঘটনাচক্রে সেখানেই ছিলেন রত্নাদেবী। তিস্তা বিপদে পড়েছে দেখে রত্নাদেবী তাকে বাঁচানোর চেষ্টা করে। শেষে দীপা এসে সেই গুন্ডাদের থাপ্পড় মেরে শায়েস্তা করে। মিশকার কুকর্মের জন্য চারিদিক থেকে নাজেহাল হয়ে পড়ছে সেনগুপ্ত পরিবার। দীপা কীভাবে এই পরিস্থিতি সামলায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥