• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মঞ্চে একসাথে শিমুল-শতদ্রু, বৌয়ের খুশি দেখে রাগে জ্বলছে পরাগ! এদিনের পর্ব না দেখলে চরম মিস

Updated on:

Kar Kache Koi Moner Kotha Parag gets angry seeing Shimul Shatadru perform in Para Durga Pujo Function

সন্ধ্যে নামলে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) দেখেন এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুরুর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে এই ধারাবাহিকের। শিমুল চরিত্রে মানালি দে, মধুবালা চরিত্রে রীতা দত্ত চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। তবে পরাগ অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়ের ওপর একপ্রকার নেগেটিভ ইম্প্রেশন তৈরী হয়েছে।

টিআরপি তালিকাতে প্রতিবারেই সেরা পাঁচের মধ্যেই দেখা যায় ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। বিয়ের পর থেকেই শিমুলের ওপর নানাভাবে অত্যাচার করে চলেছে পরাগ। এমনকি শুরুতে শ্বাশুড়ি মধুবালাও বিপক্ষে ছিল কিন্তু ধীরে ধীরে নিজের গুণ দিয়েই শ্বাশুড়িকে আপন করে নিয়েছে সে। আজ বন্ধুর মতই মধুবালার সাথে পাড়ার পুজোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে দুজনে।

Kar Kache Koi Moner Kotha Shimul Scared of Paraggs look

দুর্গাপুজোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মধুবালা। যেখানে পুজোর দায়িত্ব তো বটেই সাথে আনন্দও হচ্ছে ভরপুর। ধুনুচি নাচে শ্বাশুড়ি বৌমা জুটি সেরা হয়েছে। এরপর মঞ্চস্থ হয়েছে চিত্রাঙ্গদা নাটক। তবে নাটকের গায়ক অসুস্থ হয়ে পড়ায় ব্যাঘাত ঘটার আগেই হাজির হয়েছে শিমুলের প্রাক্তন শতদ্রু।

আরও পড়ুনঃ অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে হাজির সুদীপা! ছবি ভাইরাল হতেই ধুয়ে দিল নেটিজেনরা

আসলে গায়ক অসুস্থ হয়ে পড়ায় সুচরিতা নিজেই শতদ্রুকে ডেকে এনেছে শিমুলকে না জানিয়েই। এরপর নাটক মঞ্চস্থ হয়, এবং এতটাই সুন্দভাবে সবটা হয় যে একজন খুশি হয়ে ১০,০০০ টাকা পুরস্কার দেন দুজনকে। স্বাভাবিকভাবেই শতদ্রুকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শিমুল। কিন্তু স্ত্রীকে সকলের সামনে সম্মানিত হতে দেখেও খুশি নয় পরাগ।

আরও পড়ুনঃ সিরিয়ালের কালিদাস! ফেক ভিডিও দেখিয়ে নিজেই ফাঁসল ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্ব

Shimul Shatadru perfom Chitrangada on stage

শিমুল শতদ্রুকে একসাথে দেখেই রীতিমত গা জ্বলছে পরাগের। অবশ্য ইতিমধ্যেই শিমুলকে প্রাণে মেরে ফেলার ছক কষে ফেলেছে সে ভাই পলাশের সাথে। এখন দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে। আজকের পর্বে দেখা যাবে বিসর্জনের সময়ের আরও এক ঝামেলা যেখানে নিজের মাকে বিধবা হওয়াই মাকে বরণ করতে নিষেধ করবে পরাগ ও পলাশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥